দেবীগঞ্জে আয়বর্ধক প্রকল্পের চেক বিতরণ –

Link Copied!

পঞ্চগড়ের দেবীগঞ্জে উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ প্রকল্পের ৫০ জন নারীর মাঝে জনপ্রতি ১২ হাজার টাকা করে প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ করা হয়।
সোমবার ( ১ লা আগস্ট ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে, উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক প্রকল্পের আওতাধীন ফ্যাশন ডিজাইন ও ফুড প্রসেসিং ২টি ট্রেডের ৫০ জন প্রশিক্ষনার্থীদের মাঝে জনপ্রতি ১২ হাজার টাকা করে প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ করা হয় ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌস আয়বর্ধক প্রকল্পের প্রশিক্ষনার্থীদের মাঝে এই প্রশিক্ষণ ভাতার চেক তুলে দেন ।
এসময় উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান- রিতু আক্তার, দেবীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা- এ.কে.এম.ওয়াহিদুজ্জামান (অঃদাঃ)।
ছবি: মোঃ নয়ন রহমান
এস.এম/ডিএস