ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে দেবীগঞ্জ বাজারের ২ টি দোকান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ জুন, ২০২২ | ৪:১১ 292 ভিউ
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ জুন, ২০২২ | ৪:১১ 292 ভিউ
Link Copied!
  • দেবীগঞ্জ বাজারের কাঁচা বাজার অংশে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ২ টি দোকান ।

শনিবার ( ২ রা এপ্রিল) রাত আনুমানিক ২ টার সময়, দেবীগঞ্জ বাজারের কাঁচা বাজার অংশে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে । রাজু নামে এক সার ব্যবসায়ীর দোকানে প্রথম আগুনের সূত্রপাত ঘটে এবং সেখান থেকে তুহিন ট্রেডার্স নামে আরেক দোকানের গুদামে আগুন লাগে । এতে ২ টি দোকানই পুরোপুরি পুড়ে গেছে এবং আরেকটি দোকানের কিছুটা ক্ষতি হয়। ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট প্রায় ঘন্টা খানেক এর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তুহিন ট্রেডার্স এর মালিক তুহিন জানান, ” শুক্রবারের দিন দ্রুত দোকান বন্ধ করে বাসায় চলে গিয়েছিলাম । আমার প্রতিবেশী দোকানদার আমাকে ফোন দিয়ে বলল যে আমার পাশের দোকানে আগুন লেগেছে । আমি ছুটে এসে দেখি যে আমার দোকানেও আগুন লেগেছে । আমি বুঝতে পারতেছিনা কিভাবে যে আগুন লাগলো ।আমার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, আমার একটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে ।

 

 

ফায়ার সার্ভিস এর পাশাপাশি বাজারের দোকানদার এবং এলাকাবাসী আগুন নেভাতে সহায়তা করেন । দেবীগঞ্জ পৌরসভার মেয়র আবু বকর সিদ্দিক আবু প্রথম থেকে শেষ পর্যন্ত আগুন নেভানোর কাজে অংশগ্রহণ করেন।

 

এই অগ্নিকাণ্ড সম্পর্কে পৌর মেয়র জানান,” অত্যন্ত বেদনাদায়ক বিষয় আজকের এই ঘটনাটি । এ নিয়ে গত একমাসে দেবীগঞ্জ পৌরসভার ভিতর তিনটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো যার দুটি বাজারের ভিতরে । ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে কিন্তু পানির সংকটের কারণে তাদের খুব বেগ পেতে হয়েছে । আমরা পৌরসভার পক্ষ থেকে চেষ্টা করছি, বাজার সংলগ্ন পুকুর গুলো পরিষ্কার রাখার এবং সংস্কার করার যাতে দুর্ঘটনার সময় সেখান থেকে পানি নেওয়া যেতে পারে । ”

 

 

 

 

দেবীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ রাজিব ভূঁইয়া জানান, ” আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে । দেবীগঞ্জ ফায়ার স্টেশনের ২টি ইউনিট এবং ডোমার ফায়ার স্টেশনের ১ টি ইউনিট সহ মোট ৩ ইউনিট প্রায় ১ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় । পর্যাপ্ত পরিমাণে পানির উৎস না থাকায় আগুন নেভাতে অনেক বেগ পেতে হয়েছে । দুটি দোকান পুরোপুরি পুড়ে গেছে আর একটি দোকানের আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে । ”

 

 

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
দেবীগঞ্জে বঙ্গবন্ধুর “জুলি ও কুরি” শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন দেবীগঞ্জে প্রথমবারের মতো ভূমি বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত দেবীগঞ্জে কমিটি অনুমোদনের ৫ দিন পরেই স্থগিত! দেবীগঞ্জে রসায়ন শিক্ষক সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত দেবীগঞ্জে হেরোইনসহ নারী গ্রেফতার সাহিত্য দিগন্ত পত্রিকার নির্বাহী সম্পাদক হলেন কবি রুদ্র আমিন দেবীগঞ্জে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাত হাজার টাকা অর্থদণ্ড দেবীগঞ্জে মুড়িতে হাইড্রোজ ও সাল্টু ব্যবহারের অপরাধে ভোক্তার জরিমানা দেবীগঞ্জে ‘মা দিবস’ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত দেবীগঞ্জে লটারির ড্র বন্ধে ক্রেতাদের মাথায় হাত, ৪০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ দেবীগঞ্জে অগ্নিকাণ্ডে হতদরিদ্র পরিবারের সর্বস্ব পুড়ে ছাই দেবীগঞ্জে আইন সহায়তা দিবস পালিত  পঞ্চগড়ে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত দেবীগঞ্জে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের ঈদ উপহার বিতরণ পামুলী ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে ঈদ উপহার বিতরন- মামাতো বোনকে ধর্ষণ চেষ্টার পর হত্যার অভিযোগ ফুপাতো ভাইয়ের বিরুদ্ধে দেবীগঞ্জে মুজিবনগর দিবস উদযাপিত দেবীগঞ্জে  ভিজিএফের চাল বিতরন শুরু দেবীগঞ্জে নারীর অধিকার ও সুশাসন শক্তিশালীকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত