বোদা থানায় মাদক ব্যবসায়ী গ্রেফতার

Link Copied!

পঞ্চগড়ের বোদা উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ অভিযানে ৩৪ পিস ইয়াবা সহ ২ জনকে আটক করা হয়েছে।
রবিবার (১৯ জুন) বিকাল ৪ টায় বোদা থানার উপ-পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম এর নেতৃত্বে ময়দানদিঘী ইউনিয়নের সিপাই পাড়া গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩৪ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতাকৃতরা হলেন, বোদা উপজেলার ঝাকুয়া পাড়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে মোঃ আরিফুল ইসলাম (২২) এবং পঞ্চগর সদর উপজেলার শিংরোড রত্নীবাড়ী গ্রামের শের আলীর ছেলে মোঃ শাহিন ইসলাম (২৩)।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, “এ ঘটনায় বোদা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।”
এস.এম/ডিএস