বেপরোয়া বাসের চাপায় অটোরিক্সা যাত্রী নিহত


টাঙ্গাইলের ধনবাড়ীতে বেপরোয়া বাসের চাপায় প্রাণ হারিয়েছেন আব্দুল আজিজ (৬০) নামে এক অটোরিক্সা যাত্রী।
সোমবার সন্ধ্যায় টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের ধনবাড়ী উপজেলার বাঘিল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আরো ব্যাটারী চালিত ঐ অটোরিক্সার অপর এক যাত্রীও গুরুতর আহত হয়েছেন। মোশারফ হোসেন নামে আহত ঐ ব্যক্তি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
নিহত আ. আজিজ মধুপুরের গোলাবাড়ী ইউনিয়নের আড়ালিয়া গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে। আহত মোশারফ একই ইউনিয়ের চাকণ্ড গ্রামের মজিবর রহমানের ছেলে।
এ ঘটনায় ধনবাড়ী থানার ওসি এইচএম জসিম উদ্দিন জানান, ধনবাড়ী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিনিময় সার্ভিসের একটি বাস (ঢাকা মেট্টো-ব-১৩-১৯৩৩) ঘটনাস্থলে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে পিছন থেকে চাপা দেয়।এতে ঘটনাস্থলেই আ. আজিজের মৃত্যু হয়।
আহত অপর যাত্রী মোশারফকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
নিহত যাত্রীর লাশ উদ্ধার ও বাস জব্দ করে ধনবাড়ী থানায় নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান ওসি।
আর.ডিবিএস