বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন রায়ের জেষ্ঠ পু্ত্র তপন কুমার রায়ের অন্তেষ্টিক্রিয়া আজ

হরিশ চন্দ্র রায়
আপডেটঃ ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ | ১০:০৪ 303 ভিউ
হরিশ চন্দ্র রায়
আপডেটঃ ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ | ১০:০৪ 303 ভিউ
Link Copied!

দীর্ঘদিন দূরারোগ্য ব্যাধির সাথে সংগ্রাম করে গত ১৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার না ফেরার দেশে চলে যান বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন রায়ের বড় ছেলে এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিশিষ্ট অর্থোডক্সিক বিশেষজ্ঞ ডাঃ নরদেব রায়ের বড় ভাই তপন কুমার রায় । তিনি ৪ ফেব্রুয়ারী ১৯৭৭সালে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর।

 

তপন কুমার রায়ের অকাল মৃত্যু মুক্তিযোদ্ধা পরিবারটিতে ঠিক যেন বিনা মেঘে বজ্রপাত। পুত্রকে হারিয়ে পিতা মনোরঞ্জন যেন পাগলপ্রায়!

 

জীবন সংগ্রামে লড়াই করে চার পুত্রের সবাইকে কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত করে যখন সুখের ছোয়া পেতে যাচ্ছিলেন মনোরঞ্জন বাবু ঠিক তখনই মরণব্যাধি ক্যান্সার তাঁর পুত্রকে কেড়ে নিয়ে যেন, ঝড়ের মতোই তছনছ করে দিলো তাঁর সংসার! মনোরঞ্জন বাবুর স্ত্রী মেনকা রানীর মৃত্যুর পর তাঁর জীবন সংগ্রামের একমাত্র সহযোদ্ধা ছিলেন বড় ছেলে তপন। তপন তার ৩ ছোটভাই ও বোনকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব কর্তব্যে দৃঢ়প্রত্যয়ী। ছোটবেলায় মাকে হারানোর পর জীবনের সমস্ত স্বপ্ন, চাওয়া পাওয়া কে বিসর্জন দিয়ে সংসারের হাল ধরেছেন অবলীলায়। চার ভাই বোন কে প্রতিষ্ঠিত করেছেন নিজের জীবনের সমস্ত কিছুর বিনিময়ে। এক ভাই প্রফেসর জয়দেব রায় পঞ্চগড় সরকারি মহিলা কলেজে কর্মরত একভাই বরুণ কুমার রায় এবং একমাত্র বোন শেফলী রাণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত। সবচেয়ে ছোট ভাই কে প্রতিষ্ঠত করেছেন তার জীবনের কাঙ্খিত জায়গায়। তিনি ভাই কে স্বপ্ন দেখিয়েছিলেন ভাই বড় হয়ে ডাক্তার হয়ে সমাজের গরীব দুঃখী ও মেহনতী মানুষের সেবা করে যাবে। তাঁর স্বপ্ন পূরণ হয়েছে। ছোটভাই ডাঃ নরদেব রায় এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সুনামধন্য ডাক্তার।

 

ধর্মীয় ও সামাজিকতায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন। ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের জন্য গ্রামের মানুষদের সহযোগিতায় তিনি প্রতিষ্ঠিত করেছেন শ্রী শ্রী গৌড়ীয় মন্দির। প্রতিষ্ঠাকালীন সময় থেকে পালন করেছেন সভাপতির দায়িত্ব । সমাজ সেবায় তপন কুমার রায় ছিলেন উদার মনের মানুষ । তাঁর সমাজ সেবার প্রতিদান হিসেবে ৫নং সুন্দরদীঘি ইউনিয়ন বাসী তাকে ইউনিয়ন ফেডারেশন (RDRS) চেয়ারম্যান নির্বাচিত করে।

 

 

ফেডারেশন চেয়ারম্যান হিসেবে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ সমাজ সেবামুলক করে গেছেন। সমাজিক, রাজনৈতিক এবং সেবামুলক কাজ করতে গিয়ে তাকে অনেক সময় সহ্য করতে হয়েছিল সীমাহীন বাধা এবং লাঞ্ছনা।

সকল বাঁধা- বিপত্তি, লাঞ্ছনা কে পেছনে ফেলে ছুটে চলছেন সামনের দিকে। সমাজের কিছু মানুষের সমালোচনা হজম করছেন নীলকন্ঠের ন্যায়।পরিবার, সমাজের জন্য তার এই অকাল প্রয়ান অপূরনীয় ক্ষতি!

 

 

ভাইয়ের প্রয়ানে শোকবিহ্বল ডাঃ নরদেব রায় বলেন, “দাদার মৃত্যু আমরা মানসিকভাবে চরম বিপর্যস্ত। এই নির্মম সত্য কে কোনো ভাবেই মেনে নিতে পারছি না! কিন্তু সত্য যে বরই কঠিন।

সবাই আমাদের জন্য প্রর্থনা করবেন যেন এই গভীর শোককে শক্তিতে পরিনত করে মানুষ ও সমাজের জন্য ভালো কিছু করে সামনের দিকে এগিয়ে যেতে পারি। আমার দাদা এবং বাবার স্বপ্ন কে বাস্তবে রূপ দিতে পারি”।

 

 

এস.এম/ডিএস

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কাউন্সিলরের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ এক বছর পূর্ণ করলো ‘দেবীগঞ্জ সংবাদ’  দেবীগঞ্জে গণহত্যা দিবসে পাড়ঘাট বধ্যভূমিতে  শ্রদ্ধা নিবেদন জন উইকে আবারো ঝড় রমজান মাসজুড়ে ২ টাকায় মিলবে ইফতার বাবর-রিজওয়ানকে ছাড়া বিধ্বস্ত পাকিস্তান ডোপ টেস্টে চাকরিচ্যুত ১১৬ মাদকাসক্ত পুলিশ ইরানের বিরুদ্ধে সকল কৌশল ব্যর্থ হয়েছে : মার্কিন কংগ্রেসের স্বীকারোক্তি দেবীগঞ্জে  ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন  দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় সেবিকার মৃত্যু দেবীগঞ্জে ‘আন্তর্জাতিক নারী দিবস’ উদযাপন দেবীগঞ্জে ভোক্তার অভিযান; তিন প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা অর্থদণ্ড  পঞ্চগড়ে ইজতেমা থেকে ফেরার পথে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ আহত ৬৭ ইজতেমা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত এক; আহত ২৬ দেবীগঞ্জ পৌরসভার হিসাব রক্ষকের অপসারণের দাবিতে কাউন্সিলরদের কর্মবিরতি দেবীগঞ্জে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত  বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন রায়ের জেষ্ঠ পু্ত্র তপন কুমার রায়ের অন্তেষ্টিক্রিয়া আজ দেবীগঞ্জে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা ইজতেমা দেবীগঞ্জে দরজার হ্যাজবোল্ট ভেঙ্গে প্রতিমা ও অলঙ্কার চুরি দেবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা অর্থদণ্ড