দুই বাংলার জনপ্রিয় মুখ মীর আফসার আলী। রেডিও, জোকস বা রিয়েলিটি শো উপস্থাপনা করেই পরিচিতি পেয়েছেন তিনি।
মীরের কণ্ঠ কখনো শ্রোতাদের হাসায় , আবার রেডিও শুনতে শুনতে কখনো ভয়ও দেখাতে পারেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছোট্ট একটি ছেলের ছবি ঘুরছে। আর সেই থেকেই শুরু হয়েছে নেটিজেনদের আগ্রহ ।
এই ছোট্ট ছেলে যদিও এখন আর ছোট নেই। তিনি হলো সবার প্রিয় মীর। যার কথা নিমেষেই মুখে হাসি এনে দেয়। নিজের ছোটবেলার এই ছবিটি শেয়ার করেছেন নিজেই। কমেডির দুনিয়ায় তার নাম জানে না এমন মানুষ পাওয়া যাবে না। সোশ্যাল মিডিয়ায় নিজের ছোটবেলার ছবি শেয়ার করে জানিয়েছেন, ৩৭ বছর আগে কোনো এক গরমের ছুটিতে তোলা হয়েছিল ছবিটা।
রেডিও জকি এবং উপস্থাপক হিসেবে এক যুগের বেশি সময় ধরে কাজ করে আসছেন মীর। ডিডি বাংলার নিউজ প্রোগ্রামের মাধ্যমে টিভির পর্দায় প্রথম আবির্ভাব হলেও জি বাংলায় অনুষ্ঠান মীরাক্কেল-এর মাধ্যমে খ্যাতির শীর্ষে পৌঁছান তিনি। সঙ্গে মির্চি-তে তার গলায় ‘সানডে সাসপেন্স’ ভালোবাসে না এমন মানুষ পাওয়াই দুষ্কর।
জনপ্রিয় এই রেডিও জকি অভিনয়ও করেছেন বেশ কিছু সিনেমায়। এই তালিকায় রয়েছে ভূতের ভবিষ্যৎ, চ্যাপলিন, নটবর নট আউট, কলকাতার কলম্বাস, ধনঞ্জয়-এর মতো ছবিতে। মাস কয়েক আগে নতুন সিনেমার খবর সামনে এনেছেন তিনি। নাম ‘বিজয়ার পরে’। স্বস্তিকার বিপরীতে দেখা যাবে তাকে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
মন্তব্য করুন