বাতিল হলো আল আকসায় ইহুদিদের প্রার্থনার রায়

দেবীগঞ্জ সংবাদ
আপডেটঃ ৩০ মে, ২০২২ | ৯:১১ 275 ভিউ
দেবীগঞ্জ সংবাদ
আপডেটঃ ৩০ মে, ২০২২ | ৯:১১ 275 ভিউ
Link Copied!

জেরুজালেম আল আকসা মসজিদে ইহুদিদের প্রার্থনার সুযোগ দিয়ে যে রায় দিয়েছিল ইসরায়েলের একটি ম্যাজিস্ট্রেট আদালত, সে রায় বাতিল করে দিয়েছে দেশটির একটি আপিল আদালত। খবর দ্য নিউ আরবের।

 

বুধবার (২৫ মে) প্রকাশিত এক প্রতিবেদনে দ্য নিউ আরব জানায় জেরুজালেম জেলা আদালতে ম্যাজিস্ট্রেট আদালতের দেয়া ওই রায়ের বিরুদ্ধে আবেদন করে ফিলিস্তিন। এরপর পরিবর্তিত রায় ফিলিস্তিনি মুসলিমদের পক্ষে আসে।

 

 

জেলা আদালতের বিচারক এইনাত আভমান-মোল আদেশে বলেন, টেম্পল মাউন্টের (আল আকসা) বিশেষ সংবেদনশীলতা নিয়ে কোনো বাড়াবাড়ি হতে পারে না।  টেম্পল মাউন্টে ইহুদিদের প্রার্থনা করার স্বাধীনতা অবশ্যই শর্তহীন নয়। আইনশৃঙ্খলা রক্ষার ও অন্যান্য স্বার্থকে এড়িয়ে যাওয়া উচিত হবে না।

 

এর আগে, তিনজন ইহুদি যুবক আল আকসায় প্রার্থনা করার চেষ্টা করলে জেরুজালেম পুলিশ তাদের মসজিদ প্রাঙ্গনে আসার ওপরে নিষেধাজ্ঞা জারি করে। এরপর ইহুদিরা ম্যাজিস্ট্রেট আদালতের দারস্থ হলে আপিলের প্রেক্ষিতে ম্যাজিস্ট্রেট আদালত ইহুদিদের আল আকসায় প্রার্থনা করার পক্ষে রায় দিয়েছিল।

 

আদালতের এমন আদেশের প্রতিবাদ জানান ফিলিস্তিনিরা। এ ধরনের ঘটনার বিরুদ্ধে হুঁশিয়ারিও দেন তারা। হুঁশিয়ারির পর স্থিতাবস্থা বজায় রাখার অঙ্গীকার করেছিল ইসরায়েল।

প্রসঙ্গত, কয়েক দশকের পুরনো একটি চুক্তি অনুযায়ী, আল আকসায় ধর্মীয় আচার পালন বা প্রার্থনা থেকে বিরত থাকার শর্তে ইহুদিদের প্রবেশ করতে সুযোগ দেয় ইসরাইল।

তবে উগ্রপন্থী ইহুদিরা আল আকসায় প্রার্থনা করার চেষ্টা করেন। তাছাড়া তারা আল আকসা মসজিদ ভেঙে সেখানে ইহুদি মন্দির তৈরির দাবিও করে থাকে। আল আকসা মুসলমান-ইহুদিদের দ্বন্দ্বের অন্যতম বিষয়। আল আকসা মসজিদে ইহুদিদের পুরনো দুটি মন্দিরের অবশিষ্টাংশ আছে বলে দাবি তাদের।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
দেবীগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন দেবীগঞ্জে রেলমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের চেক বিতরণ দেবীগঞ্জে ইজারা ছাড়াই চলছে বালু উত্তোলন, ব্যবস্থা গ্রহণে প্রশাসনে ধীর গতি  তীব্র গরমে শিক্ষার্থীদের ফলের শরবত তৈরি করে খাওয়ালেন শিক্ষক  নতুন আন্তঃনগর ট্রেন হিসেবে যাত্রা শুরু করলো ‘চিলাহাটি এক্সপ্রেস’ দেবীগঞ্জে অগ্নিকাণ্ডে ৮ পরিবারের সর্বস্ব পুড়ে ছাই   দেবীগঞ্জে আওয়ামী লীগ সভাপতির সংবাদ সম্মেলন পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় বাবা ছেলেসহ নিহত ৩ দেবীগঞ্জে বঙ্গবন্ধুর “জুলি ও কুরি” শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন দেবীগঞ্জে প্রথমবারের মতো ভূমি বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত দেবীগঞ্জে কমিটি অনুমোদনের ৫ দিন পরেই স্থগিত! দেবীগঞ্জে রসায়ন শিক্ষক সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত দেবীগঞ্জে হেরোইনসহ নারী গ্রেফতার সাহিত্য দিগন্ত পত্রিকার নির্বাহী সম্পাদক হলেন কবি রুদ্র আমিন দেবীগঞ্জে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাত হাজার টাকা অর্থদণ্ড দেবীগঞ্জে মুড়িতে হাইড্রোজ ও সাল্টু ব্যবহারের অপরাধে ভোক্তার জরিমানা দেবীগঞ্জে ‘মা দিবস’ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত দেবীগঞ্জে লটারির ড্র বন্ধে ক্রেতাদের মাথায় হাত, ৪০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ দেবীগঞ্জে অগ্নিকাণ্ডে হতদরিদ্র পরিবারের সর্বস্ব পুড়ে ছাই