বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বানারীপাড়া উপজেলার আলতা গ্রামে সৎ সঙ্ঘ মন্দিরে এ ঘটনা ঘটে।
নিহত সৌরভ ওই গ্রামের সুরেশ হালদারের ছেলে এবং বানারীপাড়া সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুল থেকে আগামী ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠেয় এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিলো।
একজনকে বাঁচাতে গিয়ে মারা গেল দুই জন
সৌরভ ওই মন্দিরের ধর্মীয় অনুষ্ঠানে স্বেচ্ছাশ্রমে কাজ করছিলো বলে জানা গেছে । দুপুর ২টার দিকে রান্নার জন্য সে মন্দিরের মোটর থেকে পানি তুলতে যায়। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয় সে।
পরে তাকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরীক্ষা শুরুর এক সপ্তাহ পূর্বে বিদ্যুৎস্পর্শে সৌরভের মর্মান্তিক মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও সহপাঠীসহ এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন