ফ্রি-ফায়ার খেলার সময় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

দেবীগঞ্জ সংবাদ ডেস্ক
আপডেটঃ ২২ জানুয়ারি, ২০২৩ | ৬:২১ 165 ভিউ
দেবীগঞ্জ সংবাদ ডেস্ক
আপডেটঃ ২২ জানুয়ারি, ২০২৩ | ৬:২১ 165 ভিউ
Link Copied!
ট্রেনে কাটা পড়ে

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন এলাকায় রেললাইনে বসে মোবাইলে ফ্রি-ফায়ার খেলার সময় ট্রেনের নিচে কাটা পড়ে রিমঝিম (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও দুই যুবক আহত হয়েছে।

 

 

শনিবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তারা।

 

 

রিমঝিম শহরের সরকার পাড়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় আহতরা হলেন, আরাফাত (২১) ও দীপু (২২)। আরাফাতের বাড়ি শহরের বেপারিপাড়ায় এবং দীপুর বাড়ি শহরের পুনিয়াউটে।

 

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, ব্রাহ্মণবাড়িয়া শহরের পুনিয়াউট লেভেল ক্রসিং এলাকায় রেললাইনের ওপর বসে ফ্রি-ফায়ার গেম খেলছিলেন তিন যুবক। ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তারা। ঘটনাস্থলেই রিমঝিমের মৃত্যু হয়। গুরুতর আহতাবস্থায় আরাফাত ও দীপুকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেয়া হয়।

 

 

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন বলেন, খবর পেয়ে আমরা আহত দুজনকে দ্রুত হাসপাতালে এনে চিকিৎসার ব্যবস্থা করি। ধারণা করা হচ্ছে, রেললাইনে বসে কানে হেডফোন লাগিয়ে মোবাইলে গেম খেলার সময় কোনো একটি ট্রেনের নিচে কাটা পড়ে তারা। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়; অপর দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

 

 

সদর হাসপাতালের চিকিৎসক ডা. অনির্বাণ মোদক বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

 

 

রেলওয়ে জিআরপি পুলিশের সহকারী উপ-পরিদর্শক মো. আমিনুল ইসলাম জানান, হতাহত যুবকরা রেললাইনে বসে ফ্রি-ফায়ার গেম খেলার সময় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

শীর্ষ সংবাদ:
দেবীগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন দেবীগঞ্জে রেলমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের চেক বিতরণ দেবীগঞ্জে ইজারা ছাড়াই চলছে বালু উত্তোলন, ব্যবস্থা গ্রহণে প্রশাসনে ধীর গতি  তীব্র গরমে শিক্ষার্থীদের ফলের শরবত তৈরি করে খাওয়ালেন শিক্ষক  নতুন আন্তঃনগর ট্রেন হিসেবে যাত্রা শুরু করলো ‘চিলাহাটি এক্সপ্রেস’ দেবীগঞ্জে অগ্নিকাণ্ডে ৮ পরিবারের সর্বস্ব পুড়ে ছাই   দেবীগঞ্জে আওয়ামী লীগ সভাপতির সংবাদ সম্মেলন পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় বাবা ছেলেসহ নিহত ৩ দেবীগঞ্জে বঙ্গবন্ধুর “জুলি ও কুরি” শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন দেবীগঞ্জে প্রথমবারের মতো ভূমি বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত দেবীগঞ্জে কমিটি অনুমোদনের ৫ দিন পরেই স্থগিত! দেবীগঞ্জে রসায়ন শিক্ষক সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত দেবীগঞ্জে হেরোইনসহ নারী গ্রেফতার সাহিত্য দিগন্ত পত্রিকার নির্বাহী সম্পাদক হলেন কবি রুদ্র আমিন দেবীগঞ্জে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাত হাজার টাকা অর্থদণ্ড দেবীগঞ্জে মুড়িতে হাইড্রোজ ও সাল্টু ব্যবহারের অপরাধে ভোক্তার জরিমানা দেবীগঞ্জে ‘মা দিবস’ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত দেবীগঞ্জে লটারির ড্র বন্ধে ক্রেতাদের মাথায় হাত, ৪০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ দেবীগঞ্জে অগ্নিকাণ্ডে হতদরিদ্র পরিবারের সর্বস্ব পুড়ে ছাই