ফের আর একবার ভালোবাসবে আমায়


অনামিকা……
চলো হাঁটি দুজনে….?
পায়ে পা মিলিয়ে দুজন মিলে একসাথে,
তোমার হাতের আঙ্গুল ছুঁয়ে দুজনের কোনো পছন্দের পথে পা বাড়াই !
দু’জন মিলে না হয় সেই অসীম দূরত্বের পথটার দূরত্বটাকে কমিয়ে আনবো !
কমিয়ে আনবো দুজনের ভয়কে ।
চলো পাশাপাশি বসি…
তোমায় ছোঁয়ার ইচ্ছেরা দায়সারা হোক এই বাহানায় ।
চলো নাহয় নদীর ধারে কোনো নিরিবিলি জায়গায় বসে
দু’জন মিলে গল্প করি ,
সেই ভালো !
অনামিকা…..
তোমার দুঃখের গল্প শোনার সময়,
নদীর ঢেউয়ের শব্দের আগে ;
আমার কান অব্দি না পৌঁছাক ।
তোমার মন খারাপের চোখের চাহনি আমার চোখ অবধি না পৌঁছাক !
অনামিকা….
এর থেকে ভালো হয় ,
চলো আমরা দুজন আবার হাঁটি…
যে পথ মিশে গেছে আমাদের দুজনের সাথে , যে পথে কেউ কখনোই পা বাড়ায়নি !
বহুকাল তোমার জন্য ব্যকুল হয়ে
যে পথ প্রতিক্ষায় আছে,
সে পথে পা বাড়িয়ে না হয় দুজন মিলে তৃষ্ণার্ত পথের আকুলতা-তৃষ্ণা দূর করে দিবো !
চলো না দুজন মিলে হাঁটতে শুরু করি ,
যে পথে হাঁটতে গেলে কাটা বিধবার ভয় নেই ,
যে পথে আমাদের কেউ বাঁধা হয়ে থাকবে না, আর নেই হারিয়ে যাওয়ার ভয় !
চলো না অনামিকা……
সেই পথেই দুজন নাহয় হাঁটি ,
তোমার মুখ পানে আর চোখের চাহনিতে তাকিয়ে যে পথে অবলীলায় গন্তব্যে পাড়ি দেওয়া যায় ,
সেই পথে নাহয় হাঁটি এবার দুজনের আঙ্গুলের ছোঁয়ায় ?!
চলো না সব কিছু ভুলে দুজন মিলে এক হয়ে যাই ,
যেমন করে এক নদীর পানি মিশে গেছে অন্য নদীর বুকে,
সে ভাবেই না হয় আমরা দুজন পরস্পরের বুকে মিশে যাই
অনামিকা……….!
এবার না হয় ,
সকল দ্বিধা-দূরত্ব,হতাশার গ্লানি কিংবা ভয় না পাওয়ার কষ্ট ভুলে চলো আবার ভালোবাসি !
দুজন দুজনকে যতোটা ভালোবাসলে পথ চলাটা দু’জনের খুব সহজ হয় ।
যেন ভয় আমাদের সম্পর্কটাকে বিচ্ছেদ করে না দেয় ।
যতোটা ভালোবাসলে,
সারাজীবন পাশাপাশি থাকা যায় ,
যতটা ভালোবাসলে,
হারানোর ভয় থাকে না ,
যতটা ভালোবাসলে,
পরস্পরের বুকে কিংবা মনের সাথে মিশে যাওয়া যায় ;
ঠিক ততটা নাহয় ভালোবাসি আমরা দুজন দুজনকে !
অনামিকা বাসবে কি আমায় ?
অনামিকা………
ফের আর একবার ভালোবাসবে আমায়,
তোমায় আরেকবার ভালোবাসতে দিবে ?
বসতে দিবে তোমার পাশে ?
তোমার হাতের আঙ্গুল ছুঁয়ে দু’পা সামনে এগোতে ?
_অনিশ্চয়তার ভালোবাসা
_ইচ্ছার বিরুদ্ধে