– আবু বকর সিদ্দীক
আউলিয়ার ঘাটে আমি দেখেছি সারি সারি লাশ,
আউলিয়ার ঘাটে আমি দেখেছি ভালোবাসার বসবাস।
আউলিয়ার ঘাটে আমি দেখেছি স্বজনের কান্না,
আউলিয়ার ঘাটে আমি দেখেছি মানুষের বন্যা।
আউলিয়ার ঘাটে আমি দেখেছি মানবতা বেঁচে আছে,
আউলিয়ার ঘাটে আমি দেখেছি মানুষ এখনো আছে।
আউলিয়ার ঘাটে আমি দেখেছি সাধারনে অসাধারণ,
আউলিয়ার ঘাটে আমি দেখেছি মানুষের মহা মরণ।
আউলিয়ার ঘাটে আমি দেখেছি মৃত্যু কতটা কঠিন,
আউলিয়ার ঘাটে আমি দেখেছি লাশের জন্য কাটে দিন।
আউলিয়ার ঘাটে আমি দেখেছি মৃত বাচ্চাটির কোপালে টিপ,
আউলিয়ার ঘাটে আমি দেখেছি মানুষ ছুটছে দিক–বিদিক।
আউলিয়ার ঘাটে আমি দেখেছি মানুষ কতটা অসহায়,
আউলিয়ার ঘাটে আমি দেখেছি লাশ পঁচে ভেসে যায়।
আউলিয়ার ঘাটে আমি দেখেছি ৩৬ জোড়া লাশ,
আউলিয়ার ঘাটে আমি দেখেছি পঞ্চগড়ের দীর্ঘশ্বাস।
আউলিয়ার ঘাটে আমি দেখেছি পজিটিভ রাজনীতি, আউলিয়ার ঘাটে আমি দেখেছি ধর্মের সম্প্রীতি।
মন্তব্য করুন