মঙ্গলবার (১২এপ্রিল) দেবীগঞ্জ উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ফকিরপাড়ায় বিকাল ৪ টার দিকে বৈদ্যুতিক সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের উৎপত্তি হয়ে ৪ পরিবার ক্ষতিগ্রস্ত হয় ।
অগ্নিকাণ্ডে খবর পেয়ে দেবীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ত্রাণ নিয়ে ঘটনাস্থলে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌস।
এসময় আরো উপস্থিত ছিলেন, দেবীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিতু আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান।
ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের মাঝে, পরিবার প্রতি- ১০ কেজি চাউল, ২ কেজি চিড়া, ১ কেজি মসুর ডাল,১ কেজি তেল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ৫০০ গ্রাম নুডলস্ ও একটি করে কম্বল বিতরণ করা হয়।
অগ্নিকাণ্ডে ৪ পরিবারের ৪ শিক্ষার্থীর পড়ালেখার বই-খাতা সহ শিক্ষা উপকরণ পুড়ে যাওয়ার কথা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিতু আক্তার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তুলে ধরলে তিনি তাদের শিক্ষা উপকরণ দেওয়া সহ বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করার আশ্বাস দেন ।
এছাড়া পরিবারগুলোকে পরবর্তীতে সরকারি অনুদান প্রদানেরও আশ্বাস প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌস।
এস.এম/ডিএস
মন্তব্য করুন