গতকাল, রবিবার (২২শে মে) উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার স্বাক্ষরিত উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহ/২০২২ এর ফলাফল থেকে জানা যায়- ২২ টি বিভাগের মধ্যে ১৭ টি বিভাগে দেবীগঞ্জ সরকারি কলেজ প্রথম স্থান অর্জনের মধ্য দিয়ে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।
এর পূর্বে গত ১৯ ও ২০ মে উপজেলা প্রশাসনের আয়োজনে দেবীগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহ/২০২২ এর বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । এতে ২২ টি বিভাগের মধ্যে ১৭ টিতে দেবীগঞ্জ সরকারি কলেজের প্রথম স্থান অর্জনকারী শিক্ষক ও শিক্ষার্থীরা হলেন-
এ বিষয়ে দেবীগঞ্জ সরকারি কলেজ এর অধ্যক্ষ, মোঃ আব্দুস সালাম জানান- “শিক্ষা সপ্তাহ/২০২২ এ উপজেলা পর্যায়ে দেবীগঞ্জ সরকারি কলেজ শ্রেষ্ঠ কলেজ সহ বিভিন্ন ক্যাটাগরিতে কলেজের শিক্ষার্থী ও শিক্ষকগণ শ্রেষ্ঠত্ব অর্জন করেছে । এটি দেবীগঞ্জ সরকারি কলেজের সুবর্ণজয়ন্তীর বড় একটি প্রাপ্তি। দেবীগঞ্জ সরকারি কলেজের পক্ষ থেকে শ্রেষ্ঠত্ব অর্জনকারী সকল শিক্ষক, শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।”
উল্লেখ্য, ১৯৭২ সালে দেবীগঞ্জ বাসীর উচ্চ শিক্ষার পথ প্রশস্ত করতে বীর মুক্তিযোদ্ধা সফিউল আলম প্রধান এর নেতৃত্বে দেবীগঞ্জের গন্যমান্য ব্যক্তিবর্গের হাতে উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দেবীগঞ্জ সরকারি কলেজ প্রতিষ্ঠিত হয়। ২০২২ খ্রিস্টাব্দে দেবীগঞ্জ সরকারি কলেজ ৫০ বছরে পদার্পণ করেছে ।
এস.এম/ডিএস
মন্তব্য করুন