প্রাথমিকের ন্যায় রমজানে চলবে মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের পাঠদান


পবিত্র রমজান মাসে প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় মাধ্যমিক স্কুল ও উচ্চমাধ্যমিক কলেজগুলোতেও ক্লাস চলবে। এ নির্দেশনা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্তারা।
রবিবার ( ২৭ মার্চ) শিক্ষা অধিদপ্তরের সরকারি মাধ্যমিক শাখার অতিরিক্ত সচিব ড. সৈয়দ ইমামুল হোসেন জানান, ” রমজানে স্কুল-কলেজে ক্লাস নেয়ার নির্দেশনা দিয়ে আদেশ জারি করা হচ্ছে। আদেশটি শিগগিরই মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠানো হচ্ছে। অধিদপ্তর এ বিষয়ে নির্দেশনা জারি করবে। ”
ক্লাস করানোর বিষয়টি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখার পরিচালক, অধ্যাপক বেলাল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন,” রমজানে ক্লাস পরিচালনা করা হবে কী-না এ বিষয়ে নির্দেশনা মন্ত্রণালয় দেবে। তবে, আমরা এখনো এ বিষয়ে কোনো আদেশ হাতে পাইনি। পবিত্র রমজান উপলক্ষে ৩ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত মাধ্যমিক স্কুল বন্ধ থাকার কথা ছিলো। ”
বিজ্ঞাপন
গত সপ্তাহে করোনার ক্ষতি পুষিয়ে নিতে ২০ রমজান পর্যন্ত সব প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চালানোর নির্দেশ দেয়া হয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে ।
তথ্য সূত্রঃ দৈনিক শিক্ষা