পোর্ট এলিজাবেথে দ্বিতীয় টেস্টে সাউথ আফ্রিকার বিশাল জয়


পোর্ট এলিজাবেথে দ্বিতীয় টেস্টে ৩৩২ রানে বাংলাদেশকে হারায় সাউথ আফ্রিকা।
সাউথ আফ্রিকা প্রথমে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ১ম ইনিংসে ব্যাট করে সাউথ আফ্রিকা ৪৫৩ রান সংগ্রহ করে ১০ উইকেটের বিনিময়ে। কেশব মহারাজ ইনিংস সর্বোচ্চ ৮৪ রান করেন। বাংলাদেশ হয়ে তাইজুল ইসলাম ১৩৫ রান দিয়ে ৬ টি উইকেট নেন। খালেদ আহমেদ নেন ৩ টি উইকেট। ১ম ইনিংসে মুশফিকের ৫১, তামিমের ৪৭ ও ইয়াছির আলীর ৪৬ রানে ভর করে বাংলাদেশের সংগ্রহ ২১৭ রান। সাউথ আফ্রিকার হারমার ও মুলদার নেন ৩ টি করে উইকেট।
২৩৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট শুরু করে সাউথ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৭৬ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে। ৪১৩ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ ৮০ রানেই গুটিয়ে যায়। দ্বিতীয় ইনিংসে সাউথ আফ্রিকান বোলার কেশব মহারাজ নেন ৭ টি উইকেট এবং হারমার নেন ৩ টি উইকেট।
ম্যাচ সেরার পুরস্কার পান সাউথ আফ্রিকান অলরাউন্ডার কেশব মহারাজ।
এইচআর/দেস