পানিতে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু


মানিকগঞ্জের সিংগাইরে কালীগঙ্গা নদীতে ডুবে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চারিগ্রাম ইউনিয়নের দক্ষিণ চারিগ্রাম এলাকায় কালীগঙ্গা নদীতে এ ঘটনা ঘটে।
নিহত ওই পরীক্ষার্থীর নাম হামিম দেওয়ান (১৮)। সে ঢাকার সাভার উপজেলার আশুলিয়া থানার জিরাবো এলাকার হাজী সাইদুর রহমান দেওয়ানের ছেলে। এসএসসি পরীক্ষা শেষ করে সে মঙ্গলবার উপজেলার দক্ষিণ চারিগ্রাম ফুফা হায়দার আলীর বাড়িতে বেড়াতে আসে।
দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত
স্থানীয়রা সূত্রে জানা যায়, হামিম দেওয়ানসহ তিন ভাইবোন পার্শ্ববর্তী কালীগঙ্গা নদীতে গোসল করতে যায়। এ সময় হামিম পিছলে পানিতে ডুবে যায়। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেন। বিকালে ডুবুরি দল এসে খুঁজতে থাকে। পরে সন্ধ্যা ৭টার দিকে আমিনবাজারের ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে রাত সাড়ে ৮টার দিকে তার লাশ উদ্ধার করে।
এ ঘটনায় সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্লা জানান, লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।