পশ্চিমাদের পাঠানো বিপুল পরিমাণ অস্ত্র ধ্বংস হলো রাশিয়ার হাতে


রাশিয়ার সেনাবাহিনী জানিয়েছে, মঙ্গলবার সমুদ্র থেকে তাদের ছোড়া একটি ক্ষেপনাস্ত্রে ইউক্রেনের উত্তর-পূর্ব দিকে অবস্থিত একটি অস্ত্রাগার ধ্বংস হয়ে গিয়েছে।
সেই অস্ত্রাগারে ইউক্রেনের সেনাদের বিপুল পরিমাণ মজুদকৃত অস্ত্রের সাথে পশ্চিমাদের পাঠানো অস্ত্রও ছিল।
এ ব্যাপারে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাসেনকোভ বলেন, ২২ মার্চ সন্ধ্যায় সমুদ্র থেকে উচ্চক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র ওরজিভ গ্রামে অবস্থিত একটি অস্ত্রাগারে আঘাত হানে। যা রিভনে শহর থেকে ১৪ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে অবস্থিত।
কোনাসেনকোভ আরও বলেন, এ হামলার ফলে, বিশাল একটি অস্ত্রাগার ধ্বংস হয়েছে। এই অস্ত্রাগারে ইউক্রেনের সেনাবাহিনী ও পশ্চিমাদের পাঠানো বিপুল পরিমাণ অস্ত্র ছিল।
তবে রাশিয়ার এ দাবি কতটুকু সত্য সে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে সোমবার রাশিয়ার সেনাবাহিনী জানিয়েছিল, রিভনে শহরের নোভা লায়োবোমারকায় অবস্থিত একটি সেনা ঘাটিতে ক্রুজ ক্ষেপণাস্ত্রের মাধ্যমে আঘাত করে।
পরবর্তীতে ইউক্রেনের পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, দুটি ক্ষেপণাস্ত্র সেনা ঘাটিতে আঘাত করেছে।
সূত্র: সিএনএন
আর/ডিবিএস