রোববার (১৩ আগস্ট) বিকেলে দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের পূর্ব ভাউলাগঞ্জ হাফিজিয়া মাদ্রাসা মাঠে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপনের মাধ্যমে কর্মসূচিটি পালন করা হয়।
কর্মসূচির প্রধান অতিথি ছিলেন সীমান্ত সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় সংগঠণ সমন্বিত সাংস্কৃতিক সংসদের (সসাস) ফাউন্ডেশন সম্পাদক মুহম্মদ মেহেদী হাসান।
বক্তব্যে তিনি বলেন, দেশে বৃক্ষ নিধনের তুলনায় রোপন অপ্রতুল। এভাবে চলতে থাকলে হুমকিতে পড়বে প্রকৃতি ও পরিবেশ। কাজেই পরিবেশের ভারসাম্য রক্ষায় সকলকে বৃক্ষ রোপনে এগিয়ে আসা দরকার।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সীমান্তের ভাইস চেয়ারম্যান কবিরুল ইসলাম, সহকারি পরিচালক মনিরুজ্জামান রাহাদ, সাংস্কৃতিক কর্মী শাখাওয়াত হোসেন প্রমূখ।
এস.এম/ডিএস
মন্তব্য করুন