রবিবার( ১০ এপ্রিল) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের নতুনবন্দর এলাকায় মোটরসাইকেল ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে আব্দুল আজিজ (৫৫) ও আরিফ হোসেন (২৪) নামে বাবা-ছেলে নিহত হন।
পুলিশ ও স্থানীয়রা জানা যায়, বিকেলে বৃষ্টির সময় আজিজ (৫৫) তার ছেলে আরিফ(২৪) সহ চাকলাহাট থেকে বাড়ি যাওয়ার সময় নতুনবন্দর নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই আরিফ(২৪) নিহত হয় এবং আরিফের বাবা আব্দুল আজিজ (৫৫)কে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যেই মারা যান।
সড়ক দুর্ঘটনায় নিহত বাবা-ছেলের বাসা পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি এলাকায়।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা, সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এস.এম/ডিএস
মন্তব্য করুন