পঞ্চগড় পুলিশ লাইনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের মিয়ার নামে আধুনিক গ্রন্থাগার এর শুভ উদ্বোধন করেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য ।
বুধবার (২৩ মার্চ) পুলিশ লাইন পরিদর্শন কালে, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের মিয়ার নামে আধুনিক গ্রন্থাগার এর ফিতা কেটে শুভ উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশ এর রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য।
গ্ৰন্থাগার উদ্বোধনের সময় আরো উপস্থিত ছিলেন, পঞ্চগড় জেলা পুলিশ সুপার মোঃ ইউসুফ আলী, অতিরিক্ত পুলিশ সুপার( প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার ( সদর) সহ পুলিশের বিশেষ পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ ।
পুলিশ লাইনের বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের মিয়া গ্ৰন্থাগারে রয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির উদ্দেশ্যে মুজিব কর্নার, বিভিন্ন বিখ্যাত লেখকের সাহিত্যকর্ম, কাব্যগ্রন্থ, ইতিহাস-ঐতিহ্য বিষয়ক গ্রন্থ, বঙ্গবন্ধুর জীবনী গ্রন্থ ও আইন বিষয়ক গ্রন্থসহ মহামূল্যবান গ্রন্থসমুহ। এছাড়াও পাঠকদের পঠনের জন্য নিরিবিলি পরিবেশ।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল কাদের মিয়া মুক্তিযুদ্ধ চলাকালীন দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন ।মুক্তিযুদ্ধ শুরু হলে ২৭ মার্চ দেবীগঞ্জ থানায় তিনি বাংলাদেশের মানচিত্রখচিত পতাকা উত্তোলন করে ঘোষণা করেছিলেন, এখন থেকে এই এলাকা স্বাধীন।তখন থেকে যুদ্ধে যোগ দেওয়ার জন্য তরুণ-যুবকদের তিনি অনুপ্রাণিত করতে থাকেন।
যুদ্ধ করতে ইচ্ছুকদের প্রশিক্ষণ দিয়ে তাঁদের হাতে থানার অস্ত্রশস্ত্র তুলে দেন। নিজেও পাকিস্তানিদের বিরুদ্ধে প্রতিরোধযুদ্ধে অংশ নেন।
পাকিস্তানী হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে শহীদ হন বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের মিয়া।
মন্তব্য করুন