মঙ্গলবার (২৪ শে মে) দিবাগত রাত ১২ টায় গোপন সংবাদ এর ভিত্তিতে বোদা থানার উপপরিদর্শক সাইফুলের নেতৃত্বে ধাপ শিকারপুরে চেতনানাশক ঔষুধ ব্যাবহার করে চুরি করার প্রস্তুতিকালে এলাকাবাসীর সহায়তায় ২ সক্রিয় চোর সদস্যকে গ্রেফতার করা হয় ।
আটককৃতরা হলেন- ভাসাই নগর গ্ৰামের মৃত: দুনদিয়া বর্মনের পুত্র প্রফুল্ল বর্মন (৪৫) এবং পাঁচপীর ইউনিয়নের শিকারপুর গ্ৰামের মোঃ আছিম উদ্দিনের পুত্র মোঃ রাব্বানী (৩৫) ।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, ” উক্ত বিষয়ে বোদা থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।”
এস.এম/ডিএস
মন্তব্য করুন