রবিবার (১৯জুন) পঞ্চগড়ে সরকারি অডিটরিয়ামে দেবীগঞ্জ, বোদা,পঞ্চগড় সদর, আটোয়ারি এবং তেতুলিয়া উপজেলাকে সমন্বয় করে রোভিং সেমিনারের আয়োজন করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পঞ্চগড় ।
সেমিনারে পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন+ কৃষিবিদ প্রদীপ কুমার গুহ, অতিরিক্ত উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর অঞ্চল।
সেমিনারে কৃষি কর্মকর্তা শাহ আলম, আবহাওয়ার ভিত্তি করে বলেন , আবহাওয়া দেওয়ার জন্য দুইটি কেন্দ্র রয়েছে এবং ৬ টি সাব স্ট্রেশন রয়েছে । সারা দেশে প্রায় প্রত্যেকটি উপজেলায় দুই শতাধিক আবহাওয়া সাব স্ট্রেশন প্রতিষ্ঠিত হবে বলে জানিয়েছেন কৃষিবিদরা । যেখান থেকে কৃষকরা অতি সহজেই আবহাওয়া সম্পর্কে জানতে পারবে । এবং কৃষকের আশানুরূপ ফসল ঘরে তুলতে পারবে ।শীত বেশি হলে সবজির স্বাদ বেশী হয়, তাই শীতে সবজি বেশি ফলানোর আহ্বান জানান ।তিনি আরো জানান,উপজেলা পর্যায়ে কিয়স্ক ব্যাবহার করে আবহাওয়া সম্পর্কে ধারণা দেয়া হবে । সর্বশেষ তিনি সঠিক আবহাওয়া জানার জন্য “বামিজ পোর্টাল” অ্যাপব্যবহার করতে বলেন ।
প্রধান অতিথি সেমিনারে অর্থনৈতিক দিকটি উপস্থাপন করতে গিয়ে বলেন , সরকার আমাদের প্রত্যেকটি বিষয়ে ভর্তুকি দিচ্ছে ,যেমন এক বস্তা ইউরিয়া সারের মধ্যে ৪হাজার টাকা ভর্তুকি দেয় ,এভাবে ডি এ পি সারে এবং এম ও পি সারেও ভর্তুকি দিয়ে থাকেন সরকার । মৌসুম অনুযায়ী সরকার বিভিন্ন বীজ ,সার প্রণোদনা দিয়ে থাকেন ।
আবহাওয়ার উপর ভিত্তি করে দুই ধানের অর্থাৎ ইরি এবং আমন ধানের মাঝখানে সময়ে সরিষা উৎপাদন করার আহ্বান করেন । এবং সঠিক সময়ে বীজতলা উৎপাদন করতে বলেন ।
সেমিনারের সভাপতি বলেন , আমরা যদি এই বামিজ পোর্টাল অ্যাপস ব্যবহার করতে পারি তাহলে আমাদের প্রত্যেক কৃষক আবহাওয়া সম্পর্কে সঠিক তথ্য জানতে পারবে এবং সঠিক সময়ে পঞ্চগড় জেলায় কোন ফসল কোন সময়ে উৎপাদন করা যাবে সেটি জানতে পারবে ।
উল্লেখ্য যে এই সেমিনারের মূল লক্ষ্য আবহাওয়া উপর ভিত্তি করে কৃষকের করণীয়, সচেতনতা এবং মৌসুম চেনার উপায় নিয়ে স্মার্ট কৃষক করার লক্ষে আয়োজন করা হয়েছে ।
এস.এম/ডিএস
মন্তব্য করুন