সোমবার (২৬ জুন) সকালে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ২০২৩-২০২৪ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পঞ্চগড় জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম জেলার অন্তর্ভুক্ত পাঁচ উপজেলার নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে ২০২৩- ২০২৪ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করেন। আগামী এক বছর উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ তাদের উপজেলায় কী কী কাজ করবেন তা উল্লেখ করে জেলা প্রশাসকের সাথে চুক্তি স্বাক্ষর করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আজাদ জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)- রিয়াজ উদ্দিন সহ পাঁচ উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ।
এস.এম/ডিএস
মন্তব্য করুন