বুধবার (২০ এপ্রিল) পঞ্চগড় জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় ।
আবেদনকারীদের মাঝে, সাধারন পুরুষ কোটায় ১৩ জন, নারী কোটায় ০৩ জন, মুক্তিযোদ্ধা পুরুষ কোটায় ০৭ জন, মুক্তিযোদ্ধা নারী কোটায় ০১ জন, এতিম পুরুষ কোটায় ০১ জন, পুলিশ পোষ্য কোটায় ০২ জন ও আনসার পুরুষ কোটায় ০১ জন, সর্বমোট ২৮ জন প্রার্থী মাঠ পর্যায়ে এবং লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে বাছাই করা হয়।
উক্ত ফলাফল ঘোষনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলার পুলিশ সুপার, মোহাম্মদ ইউসুফ আলী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ঠাকুরগাঁও, অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) দিনাজপুর, আরআইসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, চূড়ান্ত ভাবে যাচাইকৃত প্রার্থীদের ফুলেল শুভেচ্ছা জানান এবং বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এস.এম/ডিএস
মন্তব্য করুন