বুধবার ( ১৪ ডিসেম্বর ) সদর উপজেলার পঞ্চগড়- তেঁতুলিয়া সড়ক এবং সিনেমাহল সংলগ্ন বাজারে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে অভিযান পরিচালনা করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক- পরেশ চন্দ্র বর্মন।
অভিযান পরিচালনাকালে, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদনের দায়ে সাবিনা মেমোরিয়াল ব্লাড ব্যাংক এন্ড ডায়াগনস্টিককে ১ হাজার টাকা, এনায়েতপুর তৃষ্ণা সুইটসকে ৩ হাজার টাকা ও নিউ পাবনা সুইটসকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া পণ্যের মোড়কজাত না করা দায়ে সি এফ সি ফাস্ট ফুডকে ২ হাজার টাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করা ও পণ্যের মোড়কজাত না করার দায়ে আয়াত রস ভান্ডারকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক- পরেশ চন্দ্র বর্মন জানান, ” নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। ভোক্তা অধিকার পরিপন্থী কাজ করার অপরাধে পাঁচটি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ভোক্তা অধিকার আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।”
এস.এম/ডিএস
মন্তব্য করুন