গত ২৬ শে এপ্রিল পঞ্চগড় জেলার সদর উপজেলার অমরখানা ইউনিয়নের ভিতরগড় মৌজায় অবস্থিত ১৮.২৮ একর খাস সম্পত্তি উদ্ধার করে জেলা প্রশাসন ।
পঞ্চগড়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জহুরুল ইসলাম এর নির্দেশে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন, পঞ্চগড় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) – নারারণ চন্দ্র বর্মণ ।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)- দিপঙ্কর রায়, পঞ্চগড় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুল হক, পঞ্চগড় সদর থানার উপপরিদর্শক জুয়েল, অমরখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান- মোঃ নুরুজ্জামান নুরু সহ স্থানীয় জনগণ।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, “উদ্ধারকৃত এই সরকারি সম্পত্তির আনুমানিক মূল্য প্রায় ৫০ কোটি টাকা। এই বিপুল পরিমাণ ১নং খতিয়ানভুক্ত সরকারি সম্পত্তি ভারত সীমান্ত সংলগ্ন হওয়ায় বিভিন্ন প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে অবৈধভাবেল ভোগদখল করছিলেন। তবে অবৈধভাবে ভোগদখলকারীদের কোন ধরণের দলিল বা কাগজপত্র নেই।”
জেলা প্রশাসনের পক্ষ থেকে আরো জানানো হয়, ” খাস সম্পত্তি উদ্ধার আমাদের একটি নিয়মিত কার্যক্রম, তবে বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প আশ্রয়ণ-২ এর কারণে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ জমি ও একক গৃহ উপহার প্রদান চলমান থাকায় আমাদের বিপুল পরিমাণ খাস সম্পত্তির প্রয়োজন দেখা দিয়েছে । এজন্য রমজান মাসেও আমরা এ কার্যক্রম অব্যাহত রেখেছি ও জোরদার করেছ। এরই ধারাবাহিকতায় বর্ণিত ১৮.২৮ একর খাস জমি উদ্ধার করা হয়।”
উল্লেখ্য, বর্তমান অর্থ বছরের জুনের মধ্যে পঞ্চগড় জেলাকে শতভাগ ভূমিহীনমুক্ত ও গৃহহীনমুক্ত ঘোষণা করার জন্য পঞ্চগড় জেলা প্রশাসন এ ধরনের কার্যক্রম হাতে নিয়েছে বলে জানা যায় ।
এস.এম/ডিএস
মন্তব্য করুন