পঞ্চগড়ে ১৬ কেজি ওজনের কষ্টি পাথর সদৃশ বস্তু উদ্ধার

দেবীগঞ্জ সংবাদ ডেস্ক
আপডেটঃ ১০ সেপ্টেম্বর, ২০২২ | ৬:২৮ 365 ভিউ
দেবীগঞ্জ সংবাদ ডেস্ক
আপডেটঃ ১০ সেপ্টেম্বর, ২০২২ | ৬:২৮ 365 ভিউ
Link Copied!
কষ্টি পাথর সদৃশ বস্তু উদ্ধার

পঞ্চগড়ের বোদা উপজেলায় কষ্টি পাথর সদৃশ একটি মূর্তির পায়ের আঙ্গুলসহ নিচের অংশ বিশিষ্ট বস্তু উদ্ধার করেছে পুলিশ। ওই বস্তুটির ওজন ১৬ কেজি বলে জানিয়েছে পুলিশ।

 

শুক্রবার (৯ সেপ্টেম্ব) দিবাগত রাতে উপজেলার বড়শশী ইউনিয়নের ২নং ওয়ার্ডের মাঝাপাড়া গ্রামে ধিরেন্দ্রনাথ রায়ের বাড়ি থেকে বস্তুতি উদ্ধার করা হয়।

 

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার দুপুরে স্থানীয় তিন শিশু মাঝাপাড়া গ্রামে রেজাউল করিমের বাড়ির সামনের পুকুরে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে তাদের পায়ে বড় কিছু লাগলে তারা সেটি দেখার জন্য পুকুর থেকে ওপরে তোলে। পরে বিষয়টি না বুঝে সনাতন ধর্মের জিনিস ভেবে পুজোর জন্য ধিরেন্দ্রনাথ নামে এক ব্যক্তিকে দিয়ে দেয়।

 

পঞ্চগড়ে দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

 

পরে সন্ধ্যায় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ধিরেন্দ্রনাথ এর বাড়িতে গিয়ে কষ্টি পাথর সদৃশ ওই বস্তুটি দেখতে পাওয়া যায়। পরে বস্তুটি মাপলে দেখা যায় সেটির ওজন ১৬ কেজি। পরে ঘটনাস্থল থেকে রাতেই ওই বস্তুটি থানায় নেওয়া হয়।

 

তিনি আরও বলেন, আমরা সাধারণ ডায়েরি (জিডি) করে পাথরটি নিজেদের হেফাজতে নিয়েছি। পাথরটি আসলে কষ্টি পাথর নাকি কষ্টি পাথর সদৃশ অন্য কোনো পাথর এ মুহূর্তে সে বিষয়ে আমরা নিশ্চিত নই। আইনি প্রক্রিয়া শেষে প্রত্নতাত্বিক বিভাগের কাছে মূর্তিতি হস্তান্তর করা হবে।

সূত্র: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শীর্ষ সংবাদ:
দেবীগঞ্জে বঙ্গবন্ধুর “জুলি ও কুরি” শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন দেবীগঞ্জে প্রথমবারের মতো ভূমি বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত দেবীগঞ্জে কমিটি অনুমোদনের ৫ দিন পরেই স্থগিত! দেবীগঞ্জে রসায়ন শিক্ষক সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত দেবীগঞ্জে হেরোইনসহ নারী গ্রেফতার সাহিত্য দিগন্ত পত্রিকার নির্বাহী সম্পাদক হলেন কবি রুদ্র আমিন দেবীগঞ্জে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাত হাজার টাকা অর্থদণ্ড দেবীগঞ্জে মুড়িতে হাইড্রোজ ও সাল্টু ব্যবহারের অপরাধে ভোক্তার জরিমানা দেবীগঞ্জে ‘মা দিবস’ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত দেবীগঞ্জে লটারির ড্র বন্ধে ক্রেতাদের মাথায় হাত, ৪০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ দেবীগঞ্জে অগ্নিকাণ্ডে হতদরিদ্র পরিবারের সর্বস্ব পুড়ে ছাই দেবীগঞ্জে আইন সহায়তা দিবস পালিত  পঞ্চগড়ে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত দেবীগঞ্জে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের ঈদ উপহার বিতরণ পামুলী ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে ঈদ উপহার বিতরন- মামাতো বোনকে ধর্ষণ চেষ্টার পর হত্যার অভিযোগ ফুপাতো ভাইয়ের বিরুদ্ধে দেবীগঞ্জে মুজিবনগর দিবস উদযাপিত দেবীগঞ্জে  ভিজিএফের চাল বিতরন শুরু দেবীগঞ্জে নারীর অধিকার ও সুশাসন শক্তিশালীকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত