পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু


পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. সোহাগ (৬) ও সাব্বির হোসেন (৮) নামের দুটি শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২০ জুলাই) সন্ধ্যায় উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বড়শিঙ্গিয়া এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু মো. সোহাগ ওই এলাকার রফিজুল ইসলামের ছেলে এবং সাব্বির হোসেন তৌহিদুল ইসলামের ছেলে। তারা দুজন প্রতিবেশী ছিল।
আরো পড়ুন : ঠাকুরগাঁওয়ে বস্তাবন্দি জীবিত মেয়ে উদ্ধার
এ ঘটনায় আলোয়াখোয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোজাক্কারুল আলম বলেন, গতকাল বিকেলে সোহাগ ও সাব্বির বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমেছিল। এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসার পরও তারা বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাদের খুঁজতে শুরু করে।
এ সময় বাড়ির পাশের পুকুরের পানিতে তাদের দুজনকে অচেতন অবস্থায় ভাসতে দেখেন প্রতিবেশীরা। পরে শিশু দুটিকে উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
আরো পড়ুন : যাত্রীদের ট্রেনের ছাদে উঠার নিষেধাজ্ঞা : হাইকোর্ট
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বলেন, পানিতে ডুবেই শিশু দুটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
আর.ডিবিএস