পঞ্চগড়ে টিসিবি ও খাদ্য বান্ধব কর্মসূচির উদ্বোধন !


সারাদেশের ন্যায় পঞ্চগড়েও একযোগে ওএমএস, টিসিবি ও খাদ্য বান্ধব কর্মসূচীর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলার জেলা প্রসাশক মোঃ জহুরুল ইসলাম, পুলিশ সুপার এস. এম. সিরাজুল হুদা, পিপিএম; পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম ও পঞ্চগড় পৌরসভার মেয়র মোছাঃ জাকিয়া খাতুন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত ওএমএস, টিসিবি ও খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় সারাদেশের ন্যায় পঞ্চগড়েও ১লা সেপ্টেম্বর থেকে ৩০ টাকা কেজি দরে ৫ কেজি করে চাল এবং আগামী ১০ সেপ্টেম্বর থেকে টিসিবির মাধ্যেমে পন্য বিক্রয় শুরু হবে।
বাড়ির উঠোনে এসে আক্রমণ করল পাগলা শিয়াল, আহত ৮
জেলার ৩টি পৌরসভা (পঞ্চগড়, বোদা ও দেবীগঞ্জ) ও আটোয়ারী-তেতুঁলিয়া উপজেলায় ১৯টি স্থানে ১৯ জন ডিলারের মাধ্যেমে মাসে সর্বোচ্চ ২ বার কেনা যাবে ওএমএসের চাল।
এছাড়া জেলার ৫ উপজেলার ৮৮ জন ডিলারের মাধ্যেমে ৫১ হাজার ৩ জন ভোক্তা ১৫ টাকা কেজি দরে মাসে ৩০ কেজি চাল কিনতে পারবেন। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চলবে এ কর্মসূচি। এ ছাড়া আগামী ১০ সেপ্টেম্বর থেকে ৪র্থ বারের মত জেলার ৬৯ হাজার ৭৫ জন কার্ডধারী ভোক্তার মাঝে ১৬ জন ডিলারের মাধ্যেমে ৫৫ টাকা কেজি দরে ১ কেজি চিনি, ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল, ৬৫ টাকা কেজি দরে ২ কেজি মশুর ডাল দেয়া হবে।