পঞ্চগড়ে জুয়ার আসর থেকে আটক ৪ জুয়াড়ি

দেবীগঞ্জ সংবাদ ডেস্ক
আপডেটঃ ১৪ সেপ্টেম্বর, ২০২২ | ৭:১৩ 867 ভিউ
দেবীগঞ্জ সংবাদ ডেস্ক
আপডেটঃ ১৪ সেপ্টেম্বর, ২০২২ | ৭:১৩ 867 ভিউ
Link Copied!
জুয়ার আসর থেকে আটক

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৪ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এসময় নগদ টাকাসহ জুয়া খেলার সামগ্রী জব্দ করা হয়।

 

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার ৪ নম্বর শালবাহান ইউনিয়নের পশ্চিম বোয়ালমারী এলাকায় জুয়া খেলার সময় পুলিশ অভিযান চালিয়ে ৪ জুয়াড়িকে আটক করে।

 

ওই চার জুয়াড়ি হলেন, উপজেলার পত্নীপাড়া এলাকার নুর ইসলামের ছেলে মো. সুমন আলী (২৫), একই উপজেলার দক্ষিণ বোয়ালমারী এলাকার শামসুল হকের ছেলে মো. শাহাদাত হোসেন (৩৫), উপজেলার শালবাহান এলাকায় মৃত হামিজ উদ্দিন ছেলে মো. আলম (৩৭), একই এলাকার মৃত রইস উদ্দিনের ছেলে মোঃ আইবুল হক (৩৭)।

 

পঞ্চগড়ে ২৯০ পিছ মাদকদ্রব্য সহ গ্রেফতার ২

 

আটকের একদিন পর বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়।

 

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দীনবন্ধুর নেতৃত্বে এসআই তপন কুমার রায় ও এসআই মানিক চন্দ্রসহ একটি টহল টিম উপজেলার ৪ নম্বর শালবাহান ইউনিয়নের পশ্চিম বোয়ালমারী গ্রামে পলাতক আসামি মো. আনারুল হকের বসতবাড়ির দোচালা টিনের রান্না ঘরে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলার সময় চারজনকে আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পলাতক আসামি আনারুল হক কৌশলে পালিয়ে যান।

 

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ চৌধুরী জানান, আটক চার জনের কাছ থেকে নগদ ৪৬ হাজার ৪৩০ টাকা সহ জুয়া খেলার সরঞ্জাদি জব্দ করা হয়েছে। ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারায় আজ বুধবার তাদের নামে মামলা দায়ের করা হয়। আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

শীর্ষ সংবাদ:
দেবীগঞ্জে বঙ্গবন্ধুর “জুলি ও কুরি” শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন দেবীগঞ্জে প্রথমবারের মতো ভূমি বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত দেবীগঞ্জে কমিটি অনুমোদনের ৫ দিন পরেই স্থগিত! দেবীগঞ্জে রসায়ন শিক্ষক সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত দেবীগঞ্জে হেরোইনসহ নারী গ্রেফতার সাহিত্য দিগন্ত পত্রিকার নির্বাহী সম্পাদক হলেন কবি রুদ্র আমিন দেবীগঞ্জে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাত হাজার টাকা অর্থদণ্ড দেবীগঞ্জে মুড়িতে হাইড্রোজ ও সাল্টু ব্যবহারের অপরাধে ভোক্তার জরিমানা দেবীগঞ্জে ‘মা দিবস’ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত দেবীগঞ্জে লটারির ড্র বন্ধে ক্রেতাদের মাথায় হাত, ৪০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ দেবীগঞ্জে অগ্নিকাণ্ডে হতদরিদ্র পরিবারের সর্বস্ব পুড়ে ছাই দেবীগঞ্জে আইন সহায়তা দিবস পালিত  পঞ্চগড়ে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত দেবীগঞ্জে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের ঈদ উপহার বিতরণ পামুলী ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে ঈদ উপহার বিতরন- মামাতো বোনকে ধর্ষণ চেষ্টার পর হত্যার অভিযোগ ফুপাতো ভাইয়ের বিরুদ্ধে দেবীগঞ্জে মুজিবনগর দিবস উদযাপিত দেবীগঞ্জে  ভিজিএফের চাল বিতরন শুরু দেবীগঞ্জে নারীর অধিকার ও সুশাসন শক্তিশালীকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত