পঞ্চগড় এ ইয়াবা ব্যাবসায়ী গ্রেফতার

Link Copied!

পঞ্চগড় এর বোদা থানার বিশেষ অভিযানে শামসুল আলম নামে এক ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বুধবার (৬ই এপ্রিল ) বিকাল ৪ টায় গোপন সংবাদ এর ভিত্তিতে বোদা থানার এসআই মোঃ জাহিদুল ইসলাম সরকার এর নেতৃত্বে ৩ নং বেংহারী বনগ্রাম ইউনিয়নের তেপুকুরিয়া বাজার বিশেষ অভিযান পরিচালনা করা হয় ।
এসময়, তেপুকুরিয়া বাজার থেকে, মোঃ শামসুল আলম (৩৩), কে ২৪ পিস ইয়াবা এবং ইয়াবা পাচারে ব্যাবহৃত মোটরসাইকেল সহ গ্রেফতার করা হয় ।
গ্ৰেফতারকৃত মোঃ শামসুল আলম দেবীগঞ্জ উপজেলার, চতুরাডাঙ্গি কালিদহ পাড়ার মোঃ আব্দুল কাদের এর পুত্র।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ” এ ঘটনায়, বোদা থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।”
তথ্য সূত্রঃ জেলা পুলিশ, পঞ্চগড়
এস.এম/ডিএস