শনিবার (১৪ ই মে ) রাতে গোপন সংবাদ এর ভিত্তিতে বোদা থানার উপপরিদর্শক জাহিদুল ইসলাম এর নেতৃত্বে ২নং ময়দানদিঘী ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় ময়দানদীঘি ইউনিয়নের পাথরাজ বাজারের একটি গোডাউন ঘর থেকে ১৩ জুয়ারিকে জুয়া খেলার সরঞ্জাম এবং নগদ ৩,৬৯০/- টাকাসহ গ্রেফতার করা করা হয় ।
আটককৃতরা হলেন, বোদা থানার পাথরাজ গ্ৰামের মৃত বেলাল হোসেনের পুত্র মোঃ ইউসুফ আলী (৪৫), মান্না পাড়া গ্ৰামের মোঃ আজিজুল হকের পুত্র মোঃ আলতাফ হোসেন (৩৬), হরিপুর গ্রামের মোঃ জয়নাল আবেদীন এর পুত্র মোঃ রবিউল ইসলাম (৩০), সুতার পাড়া গ্ৰামের মোঃ নবার উদ্দীন এর পুত্র মোঃ রহুল আমিন (৩৬) এবং মোঃ ইমাম উদ্দিন এর পুত্র মোঃ আব্দুর রহিৃ (৩০), চন্দন পাড়া গ্ৰামের মৃত নুরুল ইসলাম এর পুত্র মোঃ সাবুল মিয়া (২৭), মান্না পাড়া গ্ৰামের মোঃ মোয়াজ্জেম হোসেনের পুত্র আলামিন (৩৫) এবং মোঃ নুরুল ইসলাম এর পুত্র মোঃ মাহাবুব আলম অরফে সমারু (৩২), চন্দন পাড়া গ্ৰামের মোঃ সিদ্দিকুর রহমান এর পুত্র মোঃ সাইদুর রহমান (২৭), খুদিনুরী গ্ৰামের মৃত আজমত আলীর পুত্র মোঃ সফিকুল ইসলাম (৩৫) পাথরাজ গ্ৰামের মৃত অজয় চন্দ্রের পুত্র শ্রী রতন কুমার (৩৫), মান্না পাড়া গ্ৰামের মোঃ মঙ্গলুর পুত্র মোঃ জাহাঙ্গীর আলম (২৮), খুদিনুরী গ্ৰামের মোঃ বেলাল হোসেনের পুত্র মোঃ সোলেমান আলী (২৬) ।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান,” উক্ত বিষয়ে বোদা থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।”
এস.এম/ডিএস