পঞ্চগড়ে রোভিং সেমিনার অনুষ্ঠিত

জামিল হাসান, দেবীগঞ্জ উপজেলা প্রতিনিধি
আপডেটঃ ১৯ জুন, ২০২২ | ৬:০০ 380 ভিউ
জামিল হাসান, দেবীগঞ্জ উপজেলা প্রতিনিধি
আপডেটঃ ১৯ জুন, ২০২২ | ৬:০০ 380 ভিউ
Link Copied!

২০২১-২২ অর্থবছরে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতিকরন প্রকল্পের ,পঞ্চগড়ের পাঁচ উপজেলাকে নিয়ে রোভিং সেমিনারের আয়োজন করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পঞ্চগড়।

 

রবিবার (১৯জুন) পঞ্চগড়ে সরকারি অডিটরিয়ামে দেবীগঞ্জ, বোদা,পঞ্চগড় সদর, আটোয়ারি এবং তেতুলিয়া উপজেলাকে সমন্বয় করে রোভিং সেমিনারের আয়োজন করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পঞ্চগড় ।

 

সেমিনারে পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন+ কৃষিবিদ প্রদীপ কুমার গুহ, অতিরিক্ত উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর অঞ্চল।

 

সেমিনারে কৃষি কর্মকর্তা শাহ আলম, আবহাওয়ার ভিত্তি করে বলেন , আবহাওয়া দেওয়ার জন্য দুইটি কেন্দ্র রয়েছে এবং ৬ টি সাব স্ট্রেশন রয়েছে । সারা দেশে প্রায় প্রত্যেকটি উপজেলায় দুই শতাধিক আবহাওয়া সাব স্ট্রেশন প্রতিষ্ঠিত হবে বলে জানিয়েছেন কৃষিবিদরা । যেখান থেকে কৃষকরা অতি সহজেই আবহাওয়া সম্পর্কে জানতে পারবে । এবং কৃষকের আশানুরূপ ফসল ঘরে তুলতে পারবে ।শীত বেশি হলে সবজির স্বাদ বেশী হয়, তাই শীতে সবজি বেশি ফলানোর আহ্বান জানান ।তিনি আরো জানান,উপজেলা পর্যায়ে কিয়স্ক ব্যাবহার করে আবহাওয়া সম্পর্কে ধারণা দেয়া হবে । সর্বশেষ তিনি সঠিক আবহাওয়া জানার জন্য “বামিজ পোর্টাল” অ্যাপব্যবহার করতে বলেন ।

 

প্রধান অতিথি সেমিনারে অর্থনৈতিক দিকটি উপস্থাপন করতে গিয়ে বলেন , সরকার আমাদের প্রত্যেকটি বিষয়ে ভর্তুকি দিচ্ছে ,যেমন এক বস্তা ইউরিয়া সারের মধ্যে ৪হাজার টাকা ভর্তুকি দেয় ,এভাবে ডি এ পি সারে এবং এম ও পি সারেও ভর্তুকি দিয়ে থাকেন সরকার । মৌসুম অনুযায়ী সরকার বিভিন্ন বীজ ,সার প্রণোদনা দিয়ে থাকেন ।

 

আবহাওয়ার উপর ভিত্তি করে দুই ধানের অর্থাৎ ইরি এবং আমন ধানের মাঝখানে সময়ে সরিষা উৎপাদন করার আহ্বান করেন । এবং সঠিক সময়ে বীজতলা উৎপাদন করতে বলেন ।

 

সেমিনারের সভাপতি বলেন , আমরা যদি এই বামিজ পোর্টাল অ্যাপস ব্যবহার করতে পারি তাহলে আমাদের প্রত্যেক কৃষক আবহাওয়া সম্পর্কে সঠিক তথ্য জানতে পারবে এবং সঠিক সময়ে পঞ্চগড় জেলায় কোন ফসল কোন সময়ে উৎপাদন করা যাবে সেটি জানতে পারবে ।

 

উল্লেখ্য যে এই সেমিনারের মূল লক্ষ্য আবহাওয়া উপর ভিত্তি করে কৃষকের করণীয়, সচেতনতা এবং মৌসুম চেনার উপায় নিয়ে স্মার্ট কৃষক করার লক্ষে আয়োজন করা হয়েছে ।

 

এস.এম/ডিএস

শীর্ষ সংবাদ:
কাউন্সিলরের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ এক বছর পূর্ণ করলো ‘দেবীগঞ্জ সংবাদ’  দেবীগঞ্জে গণহত্যা দিবসে পাড়ঘাট বধ্যভূমিতে  শ্রদ্ধা নিবেদন জন উইকে আবারো ঝড় রমজান মাসজুড়ে ২ টাকায় মিলবে ইফতার বাবর-রিজওয়ানকে ছাড়া বিধ্বস্ত পাকিস্তান ডোপ টেস্টে চাকরিচ্যুত ১১৬ মাদকাসক্ত পুলিশ ইরানের বিরুদ্ধে সকল কৌশল ব্যর্থ হয়েছে : মার্কিন কংগ্রেসের স্বীকারোক্তি দেবীগঞ্জে  ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন  দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় সেবিকার মৃত্যু দেবীগঞ্জে ‘আন্তর্জাতিক নারী দিবস’ উদযাপন দেবীগঞ্জে ভোক্তার অভিযান; তিন প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা অর্থদণ্ড  পঞ্চগড়ে ইজতেমা থেকে ফেরার পথে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ আহত ৬৭ ইজতেমা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত এক; আহত ২৬ দেবীগঞ্জ পৌরসভার হিসাব রক্ষকের অপসারণের দাবিতে কাউন্সিলরদের কর্মবিরতি দেবীগঞ্জে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত  বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন রায়ের জেষ্ঠ পু্ত্র তপন কুমার রায়ের অন্তেষ্টিক্রিয়া আজ দেবীগঞ্জে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা ইজতেমা দেবীগঞ্জে দরজার হ্যাজবোল্ট ভেঙ্গে প্রতিমা ও অলঙ্কার চুরি দেবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা অর্থদণ্ড