পঞ্চগড়ে যক্ষা রোগ প্রতিরোধে নাটাবের মতবিনিময় সভা


পঞ্চগড়ে যক্ষা রোগ প্রতিরোধে সুশীল সমাজের ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(৩ রা ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় প্রেসক্লাব হলরুমে গণমাধ্যম কর্মীদের নিয়ে ওই সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিটি-নাটাব, পঞ্চগড় জেলা শাখা।
মতবিনিময় সভায় মূল আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার- ডা. এস এম শরীফ আফজাল।

পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি- সাজ্জাদুর রহমান সাজ্জাদের সভাপতিত্বে নাটাব পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক ও দৈনিক করতোয়ার পঞ্চগড় প্রতিনিধি- সামসউদ্দীন চৌধুরী কালামের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক- জামিল চৌধুরী ডলার; জ্যেষ্ঠ সাংবাদিক- শহীদুল ইসলাম শহীদ; নাটাব রংপুর বিভাগের প্রতিনিধি-কাওছার উদ্দীন প্রমূখ।
মতবিনিময় সভায় বক্তারা বাংলাদেশের যক্ষ্মা রোগের বর্তমান চিত্র, পঞ্চগড় জেলার কার্যক্রম, ফুসফুসের যক্ষ্মার লক্ষণ, যক্ষ্মা নিয়ন্ত্রণে করণীয় ও দায়িত্বসমূহ নিয়ে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীদের অবহিত করে।
এস.এম/ডিএস