পঞ্চগড়ে মা-ছেলের একসঙ্গে রক্তদান

নিজস্ব প্রতিবেদক
আপডেটঃ ১২ জুন, ২০২২ | ৪:০৫ 316 ভিউ
নিজস্ব প্রতিবেদক
আপডেটঃ ১২ জুন, ২০২২ | ৪:০৫ 316 ভিউ
Link Copied!

পঞ্চগড়ে শাহীন আলম ও তার মা নূর নেহার একসঙ্গে মা-ছেলে রক্তদান করে রক্ত দানে বাঁধা না এই দৃষ্টান্ত স্থাপন করেছেন।

শনিবার (১১ জুন) বিকেলে পঞ্চগড় সদর হাসপাতালের দুইজন রোগীকে রক্তদান করেন তারা। শাহীন একজন থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীকে দ্বিতীয়বারের মত একব্যাগ O+ এবং তার মা নূর নেহার একজন রক্তশূণ্য রোগীকে প্রথমবারের মত A+ রক্ত দেন।

 

শাহীন আলমের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের নারায়নপুর পণ্ডিতপাড়ায়। তিনি পেশায় মাছ ব্যবসায়ী এবং তার মা একজন গৃহীনি। তার বাবার নাম আজিমুল ইসলাম।

এদিকে, ছেলেসহ একসঙ্গে রক্তদান করতে পেরে বেশ আনন্দিত মা নূর নেহার। তিনি জানান, “কয়েকমাস আগে তার মেয়ের অপারেশনের জন্য তিন ব্যাগ A+ রক্তের প্রয়োজন হয়। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোথাও রক্ত পাওয়া যাচ্ছিলোনা। পরে ‘রক্তিম’ নামের একটি সংগঠণ তাদেরকে রক্ত সংগ্রহ করে দেয় এবং রক্তদানের বিষয়ে উৎসাহ প্রদান করেন। ”

 

ছেলে শাহীন আলম বলেন, “আমি এবং আমার মা একসঙ্গে রক্ত দেয়ার পরিকল্পনা করেছি বেশ কিছুদিন আগে। এবন্য আমাদের রক্তের গ্রুপের সঙ্গে মিল আছে এমন দুইজন রোগী একসঙ্গে পাওয়ার অপেক্ষায় ছিলাম। আজকে পেয়ে গেলাম, আর আমাদের ইচ্ছেটাও পূরণ হলো। রক্তদানের গুরুত্ব আগে বুঝিনি। যখন বোনের অপারেশনের সময় রক্ত কোথাও পাওয়া যাচ্ছিলোনা তখন ‘রক্তিম’ সংগঠণের স্বেচ্ছাসেবকরা রক্তের ব্যবস্থা করে দেন এবং রক্তদানের গুরুত্বও বুঝান। স্বেচ্ছাসেবকদের কথা দিয়েছিলাম আমাদের পরিবারের সবাই রক্তদাতা হবো।”

 

স্বেচ্ছায় রক্তদান সংগঠণ ‘রক্তিম’- এর সভাপতি আলমগীর হোসেন বলেন, “কয়েকদিন আগে শাহীন তার মাসহ একসঙ্গে রক্তদান করার আগ্রহ প্রকাশ করে। আজকে দুইজন রোগী পেয়ে যাই যাদের সঙ্গে শাহীন এবং তার মায়ের রক্তের গ্রুপের মিল আছে। পরে শাহীনকে খবর দিলে শাহীন এবং তার মা এসে রক্তদান করেন। শাহীনের মায়ের মত সব মায়েরা যদি সন্তানদের এভাবে উৎসাহ দেন, তাহলে ভবিষ্যতে আর রক্ত নিয়ে ভাবতে হবেনা।”

 

 

এস.এম/ডিএস

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কাউন্সিলরের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ এক বছর পূর্ণ করলো ‘দেবীগঞ্জ সংবাদ’  দেবীগঞ্জে গণহত্যা দিবসে পাড়ঘাট বধ্যভূমিতে  শ্রদ্ধা নিবেদন জন উইকে আবারো ঝড় রমজান মাসজুড়ে ২ টাকায় মিলবে ইফতার বাবর-রিজওয়ানকে ছাড়া বিধ্বস্ত পাকিস্তান ডোপ টেস্টে চাকরিচ্যুত ১১৬ মাদকাসক্ত পুলিশ ইরানের বিরুদ্ধে সকল কৌশল ব্যর্থ হয়েছে : মার্কিন কংগ্রেসের স্বীকারোক্তি দেবীগঞ্জে  ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন  দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় সেবিকার মৃত্যু দেবীগঞ্জে ‘আন্তর্জাতিক নারী দিবস’ উদযাপন দেবীগঞ্জে ভোক্তার অভিযান; তিন প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা অর্থদণ্ড  পঞ্চগড়ে ইজতেমা থেকে ফেরার পথে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ আহত ৬৭ ইজতেমা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত এক; আহত ২৬ দেবীগঞ্জ পৌরসভার হিসাব রক্ষকের অপসারণের দাবিতে কাউন্সিলরদের কর্মবিরতি দেবীগঞ্জে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত  বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন রায়ের জেষ্ঠ পু্ত্র তপন কুমার রায়ের অন্তেষ্টিক্রিয়া আজ দেবীগঞ্জে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা ইজতেমা দেবীগঞ্জে দরজার হ্যাজবোল্ট ভেঙ্গে প্রতিমা ও অলঙ্কার চুরি দেবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা অর্থদণ্ড