গতকাল (২১শে মে ) বিকেল ৫ টায় বোদা থানার উপপরিদর্শক মোঃ আব্দুল কুদ্দুস এর নেতৃত্বে বোদা পৌর এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে পৌরসভার অন্তর্ভুক্ত ৪ নং ওয়ার্ডের বানিয়া পাড়া এলাকা থেকে ১৫ পিস ইয়াবাসহ মোঃ নবিরুল ইসলাম (৩৫), নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
আটক মাদক ব্যবসায়ী মোঃ নবিরুল ইসলাম পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট খটবর গ্ৰামের মৃত কবেত আলীর পুত্র।
গ্ৰেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ” এ ঘটনায় বোদা থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।”
এস.এম/ডিএস