পঞ্চগড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২টি ড্রেজার জব্দ

Link Copied!

পঞ্চগড়ের দেবীগঞ্জে নদী থেকে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২টি ড্রেজার জব্দ করা হয়। অভিযানের বিষয়টি বুঝতে পেরে আগেই ড্রেজার রেখে পালিয়ে যান ড্রেজার মালিক।
গতকাল মঙ্গলবার (০১ নভেম্বর) উপজেলার সুন্দরদীঘি ইউনিয়নের ফুলবাড়ি বাজারের পূর্ব দিকে ড্রেজার দিয়ে পাথরাজ নদী থেকে বালু উত্তোলন করে পশ্চিম দিকে শিকদারের মোড় সংলগ্ন মহিলা মাদ্রাসার পেছনে বসতবাড়ি নির্মাণের উদ্দেশ্যে বালু ভরাট করছে এমন তথ্য পেয়ে সেখানে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সরদার।
বিকাল সাড়ে ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। এই সময় দুইটি ড্রেজার জব্দ করে দেবীগঞ্জ থানায় নিয়ে আসা হয়।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, জব্দ ড্রেজার দুইটি আমাদের হেফাজতে রয়েছে। এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এস.এম/ডিএস