পঞ্চগড়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান; ২ প্রতিষ্ঠানকে জরিমানা


পঞ্চগড়ের বোদা উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন অনিয়মের অভিযোগ দুই প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার ( ১৩ অক্টোবর) দুপুরে উপজেলার বোদা বাজারে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক- পরেশ চন্দ্র বর্মন।
অভিযান পরিচালনাকালে, “নিউ বন্ধু হোটেল” এ মুল্য তালিকা প্রদর্শন না করা, দই এ লেবেল না থাকা এবং খোলা লবন রাখার দায়ে তিন হাজার টাকা এবং “উজ্জ্বল স্টোর” কে মেয়াদউত্তীর্ন পন্য রাখা ও মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক-পরেশ চন্দ্র বর্মন জানান, ” নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।ভোক্তা অধিকার পরিপন্থী কাজ করার অপরাধে ০২ টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ভোক্তা অধিকার আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় পাঁচ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।”
অভিযানে, বোদা থানা পুলিশের একটি টিম ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর উপস্থিত ছিলেন। জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।
এস.এম/ডিএস