পঞ্চগড়ে ভোক্তার অভিযান; দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড


পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার ( ৫ ডিসেম্বর ) তেঁতুলিয়া উপজেলার শালবাহান বাজারে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে অভিযান পরিচালনা করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক- পরেশ চন্দ্র বর্মন।

অভিযান পরিচালনাকালে, প্রদত্ত মূল্যের বিনিময়ে প্রতিশ্রুত পণ্য ব বিক্রয় না করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার দায়ে রাসেল এন্ড তন্নী ফার্মেসিকে তিন হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়া মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার মেসার্স কাদের স্টোরকে দুই হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক- পরেশ চন্দ্র বর্মন জানান, ” নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। ভোক্তা অধিকার পরিপন্থী কাজ করার অপরাধে দুইটি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ভোক্তা অধিকার আইন-২০০৯ এর ৪৫ ও ৫১ ধারায় পাঁচ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।”
এস.এম/ডিএস