পঞ্চগড়ে বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার


পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদেশি মদ ও নেশাজাতীয় ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্ৰেপ্তার করেছে দেবীগঞ্জ থানা পুলিশ।
গতকাল শুক্রবার (১৮ নভেম্বর ) রাত ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে, দেবীগঞ্জ থানার উপপরিদর্শক- এস.এম হাফিজ হায়দারের নেতৃত্বে উপজেলার সদর ইউনিয়নের তালতলা সরকার পাড়ায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে দেবীগঞ্জ থানা পুলিশ।
অভিযানে, সমির আলী(৩০) এর বাড়ি থেকে তিন বোতল বিদেশি মদ এবং খলিলুর রহমান (২৮) এর কাছ থেকে নেশা জাতীয় ছয়টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় তাদের গ্ৰেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।

আটককৃতরা হলেন, সদর ইউনিয়নের তালতলা সরকার পাড়া গ্ৰামের মৃত: হাসেন আলীর পুত্র সমির আলী এবং উপেনচৌকি ভাজনী আশ্রয়ণ প্রকল্পের আনছার আলীর পুত্র খলিলুর রহমান।
এবিষয়ে দেবীগঞ্জ থানার উপপরিদর্শক- এস.এম. হাফিজ হায়দার জানান, “গোপন সংবাদের ভিত্তিতে আমারা অভিযান পরিচালনা করি। এসময় বিদেশি মদ ও নেশা জাতীয় ট্যাবলেট সহ দুইজনকে গ্ৰেপ্তার করা হয়।”
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ” তাদের বিরুদ্ধে দেবীগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।”
ছবি:- মোঃ রাশিনুর রহমান রাশিন
এস.এম/ডিএস