পঞ্চগড়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

Link Copied!

“দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ- ২০২২ এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে, জাতীয় পতাকা উত্তোলন শেষে বেলুন উড়িয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২ এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম।
পরে, পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-সহকারী পরিচালক – শেখ মোহাম্মদ মাহবুবুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পঞ্চগড় জেলা প্রশাসক- মোঃ জহুরুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার- এস.এম. সিরাজুল হুদা ।
এস.এম./ডিএস