পঞ্চগড়ে জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে

Link Copied!

পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ আজ। সোমবার ( ১৭ অক্টোবর) সারাদেশের ন্যায় পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। নির্বাচনে স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের নির্বাচিত জনপ্রতিনিধিরা জেলা পরিষদ নির্বাচনের ভোটার হিসেবে ভোট দিচ্ছেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, জেলার ৫টি ভোট কেন্দ্রের ১০টি বুথে ৬১২ জন ভোটার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে দুইজন বিচারিক ম্যাজিস্ট্রেট, প্রতিটি কেন্দ্রে ১ জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৩ জন পুলিশ সদস্য ও দুইজন স্বশস্ত্র আনসার থাকবেন।
এ ছাড়া নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি ও র্যাব সদস্য মোতায়েন থাকবে। প্রতিটি ভোট কেন্দ্রে নিরাপত্তার জন্য গোপন কেন্দ্রে ৩টি করে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে।
সকাল ৯ টা থেকে বিরতিহীন ভাবে দুপুর ২ টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে । এবারের নির্বাচন ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়েছে।
পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচনে তিন জন চেয়ারম্যান প্রার্থী, দুটি সংরক্ষিত মহিলা আসনে ৫ জন প্রার্থী ও ৪টি সাধারণ সদস্য পদে ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এস.এম/ডিএস