রবিবার ( ৩০ অক্টোবর) সকাল ১০ টায় পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ-২০২২ ও জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ এর জেলা পর্যায়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জেলা শিক্ষা কর্মকর্তা- মোঃ শাহীন আকতারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক- মোঃ জহুরুল ইসলাম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান-
মোঃ আমিরুল ইসলাম; অতিরিক্ত পুলিশ সুপার- রাকিবুল ইসলাম; পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা- মোঃ মাসুদুল হক।
জেলা প্রশাসকের নিকট থেকে পুরস্কার গ্ৰহণ করছে এক শিক্ষার্থী…
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষকগণ, গণমাধ্যম কর্মী এবং পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য শেষে বিভিন্ন বিষয়ে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক, শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এস.এম/ডিএস