পঞ্চগড়ে চোলাই মদ ব্যবসায়ী গ্রেপ্তার

Link Copied!

পঞ্চগড়ের বোদা থানার বিশেষ অভিযানে চোলাই মদ সহ একজনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুর ১২ টায় বোদা থানার উপপরিদর্শক মোঃ মঞ্জরুল ইসলামের নেতৃত্বে পৌর এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয় ।
অভিযান পরিচালনাকালে বোদা সরকারি পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের গেটের সামনে থেকে শ্রী দিলিপ কুমার বর্মন (৪০) কে দেশী চৌলাই মদ সহ গ্রেফতার করে।
আটক শ্রী দিলিপ কুমার বর্মন পঞ্চগড় জেলার আটোয়ারী থানার বলরামপুর গ্ৰামের মৃতঃ সুধির চন্দ্র বর্মনের পুত্র ।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিষয়টি নিশ্চিত করে জানান,”উক্ত বিষয়ে বোদা থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।”
এস.এম/ডিএস