পঞ্চগড়ে অর্ধ সহস্রাধিক ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্ৰেপ্তার

Link Copied!

পঞ্চগড়ে প্রায় অর্ধ সহস্রাধিক ( ৪৫২ টি) ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পঞ্চগড় সদর থানা পুলিশ।
রবিবার ( ৩০ অক্টোবর) রাত ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে, পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা- আব্দুল লতিফের নেতৃত্বে পঞ্চগড় পৌরসভার আদর্শ ক্লিনিকের সামনে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে পঞ্চগড় সদর থানা পুলিশ।
অভিযানে ৪৫২ পিস ইয়াবা টেবলেট সহ মোঃ আরিফুল ইসলাম (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্ৰেপ্তার করা হয়।
আটক মাদক ব্যবসায়ী মোঃ আরিফুল ইসলাম(২৮) বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার ফুলহাতা বহর-বুনিয়া গ্ৰামের মৃত- আলকাজ আলীর পুত্র।
বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা- আব্দুল লতিফ জানান, ” এ ঘটনায়, পঞ্চগড় সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।”
এস.এম/ডিএস