পঞ্চগড়ে নৌকাডুবির ঘটনাস্থল পরিদর্শন করেন রেলপথ মন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী


পঞ্চগড়ের বোদা উপজেলার আউলিয়ার ঘাটে ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে আসেন রেলপথ মন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী।
সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১ টায় রেলপথ মন্ত্রী ও পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনের সংসদ সদস্য- এডভোকেট নুরুল ইসলাম সুজন এবং ধর্ম প্রতিমন্ত্রী- ফরিদুল হক খান দুলাল ঘটনাস্থল পরিদর্শন করেন।
এসময় তাদের সাথে ছিলেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান- মনোরঞ্জন শীল গোপাল; হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব- দিলিপ কুমার; পঞ্চগড়ের জেলা প্রশাসক- জহিরুল ইসলাম; বোদা উপজেলা পরিষদের চেয়ারম্যান- মোঃ ফারুক আলম; হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি (পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম)- ববিতা রানী সহ আরো অনেকে।
ঘটনাস্থল পরিদর্শন শেষে রেলমন্ত্রী জানান, “এ ঘটনায় নিহতদের পরিবারের মাঝে, জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশ হাজার এবং ধর্ম মন্ত্রণালয়ের এর পক্ষ থেকে পঁচিশ হাজার টাকা করে দেওয়া হবে। এছাড়া যেসব পরিবারের একমাত্র উপার্যনক্ষম ব্যক্তি এই দুর্ঘটনায় নিহত হয়েছেন তাদের তালিকা তৈরি করে পরবর্তীতে তাদের পরিবারকে সহযোগিতা করা হবে।”
এছাড়া তিনি আরো বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে অবগত আছেন এবং এ ঘটনায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন। তাঁর নির্দেশেই ধর্ম প্রতিমন্ত্রী এখানে এসেছেন।” তিনি আরো জানান, “আগামী ডিসেম্বরের মধ্যেই আউলিয়ার ঘাটে সেতু নির্মাণের কাজ শুরু হবে।”
দেবীগঞ্জে নৌকাডুবিতে নিহত ১০ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান
ঘটনাস্থল পরিদর্শন শেষে ধর্ম মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে নিহত ব্যক্তিদের পরিবারের মাঝে পঁচিশ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়।
উল্লেখ্য,, গতকাল রবিবার (২৫ সেপ্টেম্বর) পঞ্চগড় জেলার বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়ার ঘাটে ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটে। মহালয়ার অনুষ্ঠানে যোগ দিয়ে ফেরার পথে অতিরিক্ত যাত্রী উঠার ফলে নৌকাডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ৫০ টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে অনেকে।
ছবি : রাশিনুর রহমান
এস.এম/ডিএস