নৌকাডুবিতে ২ স্কুল পড়ুয়া ভাই বোনের মৃত্যু

Link Copied!

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় নৌকা ডুবে ভাইবোনের মৃত্যু হয়েছে। উপজেলার সুরমা ইউনিয়নের রাজনগর গ্রামের গুজাউড়া হাওরে বুধবার (১৫ জুন) সকাল ১১টায় এ ঘটনা ঘটে।
রাজনগর গ্রামের ময়না মিয়ার মেয়ে দশম শ্রেণির ছাত্রী তামান্না আক্তার (১৫) ও পুত্র সৌরভ মিয়া (৯)। ভাইবোন সমুজ আলী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ছিলো।
পুলিশ ও স্থানীয়রা জানায়, তা-মা-ন্না ও সৌ-র-ভ সকালে নৌকায় স্কুলে যাচ্ছিল। হঠাৎ করে নৌকাটি ঝড় ও বাতাসে গুজাউড়া নামক হাওরে ডুবে যায়। এ সময় সৌরভ ও তামান্না নৌকা থেকে পড়ে নিখোঁজ হয়। পরে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা ভাইবোনের লাশ উদ্ধার করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা প্রিয়াংকা বলেন, ‘বিদ্যালয়ে যাওয়ার সময় ঝড়ের কবলে পড়ে দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ ২০ হাজার টাকা সহযোগিতা করা হয়েছে।’
লাজু/এস.এম/ডিএস