বুধবার (১৫ নভেম্বর) সকাল ১০টা’য় পঞ্চগড় কেন্দ্রীয় দূর্গা মন্দিরের হলরুমে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। প্রতি দুই মাস পর পর এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে ট্রাস্টের পঞ্চগড় অফিস।
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি কল্যাণ কুমার ঘোষ।
এ ছাড়াও সমন্বয় সভায় ভার্চুয়ালি যুক্ত হন হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের উপ-প্রকল্প পরিচালক মদন কুমার চক্রবর্তী এবং রংপুর বিভাগের মাস্টার ট্রেইনার গোপাল চন্দ্র রায়।
সভায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আওতায় পরিচালিত পঞ্চগড় জেলার ৯০টি শিক্ষা কেন্দ্রের শিক্ষক শিক্ষিকাগন উপস্থিত ছিলেন। সভায় সহকারী পরিচালক কেন্দ্রের শিক্ষক শিক্ষিকাদের বিভিন্ন দিক নির্দেশনা মূলক পরামর্শ দেন।
এস.এম/ডিএস
মন্তব্য করুন