পঞ্চগড়ে আসন্ন শারদীয় দূর্গা পুজা উপলক্ষে পুজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৭ অক্টোবর) পঞ্চগড় জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পুজা চলাকালীন সার্বিক নিরাপত্তা প্রদান ও করনীয় বিষয় নিয়ে দিক নির্দেশনামূলক আলোচনা হয়।
পঞ্চগড় পুলিশ সুপার এসএম সিরাজুল হুদার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শফিকুল ইসলাম (প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার কনক কান্তি দাস (অপরাধ), পুলিশের ডিআইও-১, ওসি ডিবি, জেলার পাঁচ থানার অফিসার ইনচার্জ, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জীবধন বর্মন, সাধারণ সম্পাদক বিপেন চন্দ্র রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি কল্যাণ কুমার ঘোষ, সাংবাদিক হরিশ চন্দ্র রায়, জেলার সকল উপজেলার পুজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ।
এস.এম/ডিএস
মন্তব্য করুন