শুক্রবার (২৫ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলার জগবন্ধু ঠাকুরবাড়ী মন্দির মাঠে দেবীগঞ্জ উপজেলা হিন্দু,বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের আয়োজনে ত্রি- বার্ষিক সম্মেলন/২০২২ অনুষ্ঠিত হয়। জাতীয় পতাকা ও ঐক্য পরিষদের পতাকা উত্তোলন এবং বর্ণাঢ্য আনন্দ র্যালী মধ্যে দিয়ে সম্মেলনের সূচনা হয়।
দেবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি- নবীন চন্দ্রের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি-আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী।
সম্মেলনের উদ্বোধন করেন, পঞ্চগড় জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি- কল্যান কুমার ঘোষ।
দেবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক- হরিশ চন্দ্র রায়ের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা হিন্দু,বৌদ্ধ,খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক- শ্যামল কুমার রায়।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক-আলহাজ্ব মোঃ হাসনাৎ জামান চৌধুরী জর্জ; উপজেলা কৃষক লীগের সভাপতি- অধ্যাপক নির্মল কুমার শর্মা; টেপ্রীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান- গোলাম রহমান সরকার; পামুলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান- মণি ভূষন রায়; দেবীডুবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান- পরেশ চন্দ্র রায়; সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান- আশরাফুল আলম এমু; উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক- কমল চন্দ্র রায়; সাবেক মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার- স্বদেশ চন্দ্র রায় প্রমুখ।
এছাড়াও বিভিন্ন পেশার গণমান্য ব্যক্তিবর্গ সম্মেলনে উপস্থিত ছিলেন।
সম্মেলনে উপস্থিত সবার মতামতের ভিত্তিতে নবীন চন্দ্র রায়কে সভাপতি এবং সাংবাদিক হরিশ চন্দ্র রায়কে পূণরায় সাধারণ সম্পাদক করে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ দেবীগঞ্জ উপজেলা শাখার ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
এস.এম/ডিএস
মন্তব্য করুন